মেডিকেল ভিসাধারী বাংলাদেশিদের সেবা দেবেন ত্রিপুরার হোটেলমালিকেরা

অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন

চিকিৎসাসেবা নিতে আসা বাংলাদেশি ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের ‘অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন’।

রাজ্যের হোটেল-রেস্তোরাঁর মালিকদের সংগঠনটি গতকাল বৃহস্পতিবার বলেছে, মেডিকেল ভিসা নিয়ে আসা বাংলাদেশিদের থাকাসহ অন্যান্য সেবা দেওয়া হবে।

বাংলাদেশ থেকে যাওয়া অতিথিদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে সংগঠনটি।

আরও পড়ুন

গত সোমবার (২ ডিসেম্বর) সংগঠনটি বলেছিল, প্রতিবেশী বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননার পরিপ্রেক্ষিতে সংগঠনের সদস্যরা বাংলাদেশি অতিথিদের সেবা দেবেন না।

তখন সংগঠনটির সাধারণ সম্পাদক সৈকত বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সোমবার অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এখন সংগঠনটি চিকিৎসাসেবা নিতে আসা বাংলাদেশি ভ্রমণকারীদের ওপর দেওয়া নিষেধাজ্ঞা শিথিল করল।

আরও পড়ুন
আরও পড়ুন