কলকাতায় পাওয়া যাবে প্রথমা প্রকাশনের বই

কলকাতার কলেজ স্কোয়ারের বিদ্যাসাগর টাওয়ারে দে’জ পাবলিশিংয়ের বইঘরে বই বিপণন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান
ছবি: ভাস্কর মুখার্জি

কলকাতায় বাংলাদেশের প্রথমা প্রকাশনের বইয়ের ব্যাপক চাহিদা রয়েছে। তবে বইয়ের নির্দিষ্ট কোনো স্টল না থাকায় কলকাতার মানুষ প্রথমার বই পাওয়া থেকে বঞ্চিত হচ্ছিলেন। এবার সেই অভাব পূরণ হলো। কলকাতার অন্যতম শ্রেষ্ঠ প্রকাশনা সংস্থা দে’জ পাবলিশিংয়ের বইঘরে এখন থেকে পাওয়া যাবে প্রথমা প্রকাশনের বই।

প্রথমার বই বিপণন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কবি ও কথাসাহিত্যিক আনিসুল হক
ছবি: ভাস্কর মুখার্জি

আজ সোমবার কলকাতার কলেজ স্কোয়ারের বিদ্যাসাগর টাওয়ারে দে’জ পাবলিশিংয়ের বইঘরের প্রথমার বই কেনার এই প্রথম দ্বার খোলা হলো। এখানেই আজ থেকে মিলবে প্রথমার বই। প্রথমার বই বিপণনের কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশের কবি ও কথাসাহিত্যিক আনিসুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দে’জ পাবলিশিংয়ের কর্ণধার সুধাংশু শেখর দেসহ কলকাতার বিশিষ্টজনেরা। তাঁদের মধ্যে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক একরম আলি, ঘনশ্যাম চৌধুরী, সুধাংশু শেখর মুখোপাধ্যায় ও নীলাঞ্জন চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন দে’জ পাবলিশিংয়ের কর্মকর্তা শুভঙ্কর দে।

অনুষ্ঠানে বক্তব্য দেন দে’জ পাবলিশিংয়ের কর্ণধার সুধাংশু শেখর দে
ছবি: ভাস্কর মুখার্জি

অনুষ্ঠানে আনিসুল হক বলেন, আজ কলকাতায় বাংলাদেশের বইয়ের পাকা ঠিকানা হলো। খুলে গেল বাংলাদেশের বই দেখা ও কেনার দ্বার। আর এই দ্বার খুলল কলকাতার দে’জ পাবলিশিং। তিনি আরও বলেন, ‘সবচেয়ে সুন্দর মানুষ তিনি, যাঁর কাছে বই আছে। আসুন, আমরা আজকের এই শুভদিনে নতুন করে বলি, বই কিনি।’

সুধাংশু শেখর দে বলেন, ‘আজ থেকে কলকাতায় সূচিত হলো একটি নতুন যুগের। কলকাতায় মিলবে প্রথমার বই। আমরাও এবার বাংলাদেশের বই প্রকাশ করব। এখন থেকে দে’জ পাবলিশিংয়ে প্রথমার প্রকাশিত সব বই পাওয়া যাবে অনলাইনে।’