বাংলাদেশের নির্বাচনী ভাগ্য ঠিক করবে সে দেশের জনগণ: আবার বলল ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ থেকে নেওয়া

বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ভারত আরও একবার জানিয়ে দিল, নির্বাচন সে দেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের নির্বাচনী ভাগ্য সে দেশের জনগণই ঠিক করবেন। অন্য কেউ নন।

আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই মন্তব্য করেন মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি। এ বিষয়ে তিনি বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির মুখপাত্রের মন্তব্যের পিঠে কিছু বলতে অস্বীকৃতি জানান।

বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে ভারতকে জড়িয়ে বিএনপির মুখপাত্রের করা এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে অরিন্দম বাগচির কাছে সাংবাদিকেরা প্রতিক্রিয়া জানতে চান। বিএনপির মুখপাত্রের অভিযোগ, ভারত সে দেশের নির্বাচনে প্রভাব খাটাচ্ছে, যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনর্নির্বাচিত হতে পারেন।

প্রশ্নের উত্তরে বাগচি বলেন, ‘অন্য কোনো দেশের নীতি নিয়ে ভারত মন্তব্য করে না। বিএনপির মুখপাত্র কী বলেছেন, সেই বিতর্কেও আমি ঢুকতে চাই না।’

এরপর বাগচি ভারতের অবস্থান ব্যাখ্যা করে বলেন, ‘একজন ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী হিসেবে বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ভারত। বাংলাদেশ প্রগতিশীল, শান্তিপূর্ণ ও স্থিতিশীল থাকুক। এভাবে এগিয়ে চলুক—এটাই ভারতের চাওয়া।’

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সাম্প্রতিক ভারত সফর নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে অরিন্দম বাগচি বলেন, ওই সফরের খবর তিনি গণমাধ্যমে পড়েছেন। হতে পারে ওটা ব্যক্তিগত সফর ছিল। হাসের সফর নিয়ে তাঁর কিছুই বলার নেই।

বাগচি বলেন, দিল্লিতে কোনো ভারতীয় কর্মকর্তার সঙ্গে পিটার হাস দেখা করেছিলেন কি না, তা–ও তিনি জানেন না। তাঁর কাছে ওই বিষয়ে কোনো তথ্যই নেই।