পণবাহী ট্রেনের প্রতীকী ছবি
রয়টার্স

ভারতের ওডিশা রাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার তিন দিন পর আরেকটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।

আজ সোমবার রাজ্যের বারগড় এলাকায় চুনাপাথরবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে এতে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

গত শুক্রবার সন্ধ্যায় রাজ্যের বালাসোরের বাহানাগায় তিনটি ট্রেনের সংঘর্ষে আড়াই শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। এই দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে আজকের দুর্ঘটনা ঘটে।  

আরও পড়ুন

ওডিশার ট্রেন দুর্ঘটনায় সিবিআই তদন্ত চায় রেলওয়ে

সূত্রগুলো বলছে, চুনাপাথরবাহী ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে।
তবে যে রেললাইনে এ দুর্ঘটনা ঘটেছে, তা ব্যক্তিমালিকানায় তৈরি। এটি মূলত দুংরি চুনাপাথরখনি থেকে এসিসি বারগড় সিমেন্ট কারাখানায় চুনাপাথর নিতে ব্যবহৃত হয়।

আরও পড়ুন

নিহতদের মধ্যে বাংলাদেশি আছেন কি না, খুঁজে দেখা হচ্ছে

আরও পড়ুন

ভারতে কেন বারবার ট্রেন লাইনচ্যুত হচ্ছে