ভারতের রাষ্ট্রপতির কাছে সাংবাদিকদের আবেদন

দ্রৌপদী মুর্মু
ছবি: রয়টার্স ফাইল ছবি

সংবাদমাধ্যম ও সাংবাদিকদের ওপর আক্রমণ বন্ধে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উদ্যোগী হতে অনুরোধ জানাল প্রেসক্লাব অব ইন্ডিয়াসহ সাংবাদিক ও সংবাদমাধ্যমের বিভিন্ন সংগঠন। আজ সোমবার ওই আবেদন করা হয়।

আবেদনে রাষ্ট্রপতিকে সংবিধান প্রদত্ত স্বাধীনতা রক্ষায় সচেষ্ট হতে এবং সংবাদমাধ্যম ও সাংবাদিকদের কণ্ঠরোধে কেন্দ্রীয় সরকার যে ‘দমননীতি’ গ্রহণ করেছে, তা বন্ধ করার অনুরোধ করা হয়।

রাষ্ট্রপতিকে এই অনুরোধ জানানো সংগঠনগুলো হলো প্রেসক্লাব অব ইন্ডিয়া, ইন্ডিয়ান উইমেন প্রেস কোর, প্রেস অ্যাসোসিয়েশন, দিল্লি ইউনিয়ন অব জার্নালিস্টস, কেরালা ইউনিয়ন অব ওয়ার্কিং জার্নালিস্ট, ডিজিপাব, ভেটারেন জার্নালিস্ট গ্রুপ, অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়ন ও ফরেন জার্নালিস্ট ক্লাব।

যৌথ আবেদনে বলা হয়েছে, স্বাধীন সংবাদমাধ্যম ও সাংবাদিকেরা আজ এক অভূতপূর্ব পরিস্থিতির মুখোমুখি। জরুরি অবস্থার সময় সংবাদমাধ্যমের ওপর যে আক্রমণ নেমে এসেছিল, আজকের পরিস্থিতিও তেমন। তবে চ্যালেঞ্জ আরও বেশি কুটিল ও কপটতাময়। সাংবাদিকদের কালাকানুনের মোকাবিলা করতে হচ্ছে মারাত্মকভাবে। সমাজে সংবাদমাধ্যমের যে এক বিশেষ ভূমিকা আছে, এই আইনগুলো তা মনে করে না। শুধু তা–ই নয়, ওই সব আইনের আওতায় সাংবাদিকদের ফোন, ল্যাপটপ, হার্ডডিস্ক পর্যন্ত আটক করা হচ্ছে। এসব কালাকানুনে জামিন পর্যন্ত পাওয়া যায় না।

আরও পড়ুন

সংবাদমাধ্যমের ওপর আক্রমণের প্রতিবাদে আজ প্রেসক্লাব অব ইন্ডিয়ায় সাংবাদিকেরা দিনভর বিক্ষোভ করেন। সম্প্রতি নিউজক্লিক সংবাদ পোর্টালের সঙ্গে যুক্ত সাংবাদিকদের বাড়ি ও কার্যালয়ে তল্লাশি চালানো হয়। গ্রেপ্তার করা হয় ওই সংস্থার সম্পাদকসহ শীর্ষ কর্তাদের। দপ্তর সিল করে দেওয়া হয়েছে। অনেক সাংবাদিকের ফোন, ল্যাপটপ, হার্ডডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছে। রাষ্ট্রপতিকে জানানো হয়, দিন দিন এই আক্রমণ বেড়ে চলেছে।