কলকাতায় সিঁদুর খেলায় অপু বিশ্বাস
বুধবার ছিল বিজয়া দশমী। দেবী দুর্গার বিদায়ের দিন। বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার পঞ্চম ও শেষ দিনে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। একই সঙ্গে প্রতিমা বিসর্জনের পর মণ্ডপে মণ্ডপে মায়েরা মাতেন সিঁদুর খেলায়। এ দিন একে অপরে সিঁদুর পরিয়ে দুর্গা মায়ের আশীর্বাদ নেন তাঁরা।
এই সিঁদুর খেলায় অংশ নিতে এবার বাংলাদেশ থেকে ছুটে এসেছেন অভিনেত্রী অপু বিশ্বাস। তিনি বুধবার দুপুরে উত্তর কলকাতার কাঁকরগাছি যুবকবৃন্দ ক্লাবের মণ্ডপে সিঁদুর খেলায় অংশ নেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অধ্যক্ষ মানবী বন্দ্যোপাধ্যায়সহ অনেকে।
মায়েদের কপালে আর শাঁখায় সিঁদুর পরিয়ে দুর্গা মায়ের আশীর্বাদ নেন সবাই। অপু বিশ্বাসও সাদার ওপর লাল কাজকরা শাড়ি পরে মন্দিরে যান। তারপর হাতে সিঁদুরের থালা নিয়ে অংশ নেন সিঁদুর খেলায়।
একইভাবে দক্ষিণ কলকাতার হাজরা সর্বজনীন ক্লাবের পূজামণ্ডপে এসে সিঁদুর খেলায় অংশ নেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তসহ কলকাতার অনেক তারকা।
গতকাল সকালে কলকাতার কিছু এলাকায় বৃষ্টি হয়। এরপরও পূজা দেখার জন্য রাজ্যের দূরদূরান্ত থেকে শেষদিনও কলকাতার নামী পূজামণ্ডপ দেখতে ছুটে আসেন ভক্তরা।