মুম্বাইয়ে ‘লাভ জিহাদের’ বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ
ভারতের মুম্বাই শহরের সড়কে ‘লাভ জিহাদের’ বিরুদ্ধে বিশাল মিছিল করেছেন দেশটির ডানপন্থী বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল রোববারের এই মিছিলে হাজার হাজার মানুষ অংশ নেন। এ সময় মিছিলকারীরা ধর্মান্তরবিরোধী আইন প্রণয়ন ও ধর্মের নামে জমি দখলের বিরুদ্ধে কঠোর ভূমিকা নেওয়ার দাবি তোলেন।
ডানপন্থী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস), বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের হাজারো নেতা-কর্মী এই মিছিলে অংশ নেন। সব হিন্দু সমাজের আয়োজনে হিন্দু জন আক্রোশ মোর্চা নামে এই মিছিল মুম্বাইয়ের মধ্যাঞ্চলের শিবাজি পার্ক থেকে শুরু হয়ে চার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে প্যারেল ময়দানে গিয়ে শেষ হয়।
এই মিছিলে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অনেক নেতা ও বিধায়ক অংশ নেন। মিছিলকারীরা এ সময় ‘লাভ জিহাদ’বিরোধী স্লোগান দেন। মিছিল উপলক্ষে পুরো পথে নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন করা হয় বাড়তি পুলিশ।
ভারতে ভালোবাসা বা বিয়েকে টোপ হিসেবে ব্যবহার করে সংখ্যাগুরু সম্প্রদায়ের মেয়েদের সংখ্যালঘুরা ধর্মান্তরিত করছে বলে অভিযোগ রয়েছে। এ ক্ষেত্রে সংখ্যাগুরু বলতে হিন্দু এবং সংখ্যালঘু হিসেবে মূলত মুসলিমদের প্রতি ইঙ্গিত করা হয়েছে। বিজেপি নেতারা এই কথিত প্রচেষ্টার নাম দিয়েছেন ‘লাভ জিহাদ’। এ ধরনের অভিযোগকে কেন্দ্র করে ভারতে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে রয়েছে।
এ বিষয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ গত ডিসেম্বরে বলেছিলেন, তাঁর রাজ্যের সরকার অন্য রাজ্যে প্রণীত ‘লাভ জিহাদ’–সম্পর্কিত আইনগুলো পর্যালোচনা করবে। পরবর্তী সময়ে এ বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে।