ভারতে বোমা-আতঙ্কে বিমানের জরুরি অবতরণ

ভারতের মুম্বাইয়ে ইন্ডিগো এয়ারলাইনসের একটি বিমান জরুরি অবতরণ করেছেফাইল ছবি: এএনআই

বোমা আতঙ্কে ভারতের মুম্বাইয়ে একটি বিমান জরুরি অবতরণ করেছে। বিমানটি ছিল ইন্ডিগো এয়ারলাইনসের। বিমানটি চেন্নাই থেকে মুম্বাইয়ে যাচ্ছিল। এর মধ্যে হঠাৎ খবর আসে, বিমানে বোমা রাখা হয়েছে। পরে পাইলট বিমানটি জরুরি অবতরণ করেন। আজ শনিবার এ ঘটনা ঘটে বলে ইন্ডিগো এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবতরণের পর প্রটোকল মেনে ও নিরাপত্তা সংস্থার দিকনির্দেশনা অনুযায়ী বিমানটিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। এরপর যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামানো হয়।

বর্তমানে বিমানটির ভেতরে তল্লাশি চালানো হচ্ছে। সব ধরনের নিরাপত্তাসংক্রান্ত বিষয় পরীক্ষা-নিরীক্ষার পর বিমানটিকে টার্মিনাল এলাকায় নিয়ে যাওয়া হবে।

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার ইন্ডিগোর বিমানে বোমা হামলার খবর পাওয়া গেল। এর আগে গত মঙ্গলবার দিল্লি থেকে বারানসীগামী ইন্ডিগোর আরেকটি বিমানের শৌচাগারে টিসু পেপারে ‘বোমা আছে’ বলে লিখে রেখেছিল কেউ। এ খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে বিমানটিতে তল্লাশি করেছিল নিরাপত্তা সংস্থাগুলো। পরে এ ধরনে কিছুই পাওয়া যায়নি।