আম আদমির পাঞ্জাবে ব্যর্থ বিজেপির অপারেশন লোটাস
ভারতের পাঞ্জাব রাজ্যে আস্থা ভোটে বিপুল জয় পেল আম আদমি পার্টির (এএপি) সরকার। গতকাল সোমবার আস্থা ভোটের সময় কংগ্রেস বিধায়কেরা ওয়াকআউট করলে বিজেপি বিধায়কেরা বিরোধিতা করেন।
তবে এ বিরোধিতা কোনো কাজে আসেনি। জিতে যান মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। পাঞ্জাব রাজ্যসভার ১১৭ বিধায়কের মধ্যে ৯৩ জনই এএপির মানের সরকারের পক্ষে ভোট দিয়েছেন। ভোটাভুটির পরই পাঞ্জাবের ছয় মাস বয়সী সরকারের মুখ্যমন্ত্রী মান বলেন, ‘পাঞ্জাবে অপরেশন লোটাস ব্যর্থ’ হয়েছে।
গত ২৭ সেপ্টেম্বর বিধানসভায় আস্থা ভোটের প্রস্তাব পেশ করেন মুখ্যমন্ত্রী মান। গতকাল সেই প্রস্তাবের ওপর আলোচনা হওয়ার পরই হয় ভোটাভুটি। প্রস্তাবের পক্ষে যাঁরা রয়েছেন, তাঁদের হাত তুলে সমর্থন জানাতে বলেন স্পিকার। একইভাবে প্রস্তাবের বিপক্ষেও ভোট দেওয়া হয়। গণনার পর দেখা যায়, আম আদমি পার্টির ৯১ বিধায়কসহ মোট ৯৩ জনই (২ জন অপর দলের) ভগবন্ত সিং মানের সরকারকে সমর্থন জানাচ্ছেন।
ফলে স্পিকার জানিয়ে দেন, সর্বসম্মতিক্রমে আস্থা ভোটের প্রস্তাব পাস হয়েছে। ভোটে অংশ না নিয়ে ওয়াকআউট করেন কংগ্রেসের ১৮ বিধায়ক। মহরাষ্ট্রে সফল হওয়ায় দিল্লির দিকে দৃষ্টি দেয় বিজেপি। সেখানে ‘ব্যর্থ’ হওয়ার পরই পাঞ্জাব দখল করতে মরিয়া ছিল বিজেপি।
এর মধ্যে আম আদমি পার্টির বিধায়ক ও পাঞ্জাবের অর্থমন্ত্রী হরপাল চিমা অভিযোগ করেছিলেন, আপ বিধায়কদের মধ্যে দল বদলের জন্য ১০ জনকে মাথাপিছু ২৫ কোটি রুপি ‘অফার’ দিয়েছে বিজেপি।
এমন দাবিকে অবশ্য নাকচ করে দিয়েছিল বিজেপি। সে সময় বিজেপি পাল্টা দাবি করেছিল, পাঞ্জাবে আপ নেতৃত্বে ফাটল ধরেছে। সে জন্যই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে আস্থা ভোটের ডাক দেন মান। সেখানে জয় পেয়ে আপাতত ‘অপারেশন লোটাস’ ব্যর্থ হলো পাঞ্জাবে। তথ্যসূত্র: এনডিটিভি