পূজা কমিটিকে ৬০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা মমতার, হাইকোর্টে মামলা

কলকাতা হাইকোর্ট
প্রথম আলো ফাইল ছবি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ৪৩ হাজার পূজা কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়ার যে ঘোষণা দিয়েছেন, তার বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে। কলকাতা হাইকোর্টে তিনটি পৃথক জনস্বার্থ মামলা হয়েছে গতকাল বুধবার ও আগের দিন মঙ্গলবার। মামলা তিনটি দায়ের করেছেন আইনজীবী পারমিতা দে, সুবীর ঘোষ এবং দুর্গাপুরের বাসিন্দা সৌরভ দত্ত।

এই জনস্বার্থ মামলা তিনটি দায়ের হয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রী বাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। কাল শুক্রবার এই তিনটি মামলাকে একত্র করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে।

গত সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের পূজা কমিটি ও ক্লাব কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই তিনি ৬০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেন। এর পাশাপাশি পূজামণ্ডপের বিদ্যুৎ বিলে ৬০ শতাংশ ছাড় দেওয়া ঘোষণা দেন।

ওই বৈঠকে মমতা বলেন, ‘আমাদের ভাঁড়ারে এখন তেমন অর্থ নেই। তবু পূজা কমিটির মুখের দিকে তাকিয়ে আমরা ৪৩ হাজার পূজা কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। গত বছর এই অনুদানের পরিমাণ ছিল ৫০ হাজার টাকা।’

প্রতিটি মামলার আবেদনকারীরা দাবি তুলেছেন, এভাবে মানুষের কাছ থেকে নেওয়া করের টাকায় অনুদান দিতে পারেন না। যে রাজ্যে এখন অনেক মানুষ যেখানে দুবেলা খেতে পারেন না, বহু এলাকায় বিদ্যুৎ পায়না, বিদ্যুতের অভাব রয়েছে, সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন না , সেখানে এভাবে অনুদান দিতে পারেন না।

মমতার এই ঘোষণায় বিরোধী রাজনৈতিক শিবিরের পক্ষ থেকে তীব্র সমালোচনা হয়েছে। ভাঁড়ারে অর্থ না থাকার কথা বলে এভাবে অর্থ দেওয়া রাজনৈতিক ঘুষ বলে মনে করছেন বিরোধীরা।

৪৩ হাজার পূজা কমিটিকে ৬০ হাজার করে অনুদান দিতে রাজ্য সরকারের খরচ হবে ২৪০ কোটি রুপি।