মহারাষ্ট্রে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৬

উদ্ধার অভিযান চালাতে এনডিআরএফের চারটি দল কাজ করছে। ২০ জুলাই
ছবি: এএনআই

ভারতের মহারাষ্ট্রে প্রবল বৃষ্টিতে রায়গড় জেলার ইরশালওয়াদি গ্রামে বড় ধরনের ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৬–তে পৌঁছেছে। তাঁদের মধ্যে একজন উদ্ধারকর্মী রয়েছেন। গত বুধবার এ ভূমিধসের ঘটনা ঘটে।

দুর্যোগের সময় সাধারণ মানুষকে উদ্ধার ও সহায়তা সেবাদানকারী বাহিনী ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) জানায়, এ ঘটনায় অন্তত ১৬ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এনডিআরএফের দল ঘটনাস্থলে আছে। গতকাল সন্ধ্যায় বৃষ্টির কারণে উদ্ধারকাজ স্থগিত রাখতে হয়েছিল।  তবে এখন উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।

ইন্সপেক্টর  ৫বিএন এনডিআরএফ রাহুল কুমার রাঘুবংশ এএনআইকে বলেন, ‘উদ্ধারকাজের অংশ হিসেবে তিন ধরনের তল্লাশি চলছে। আমরা এখানে নিজেরা, পাশাপাশি কুকুর দিয়ে তল্লাশি চালাচ্ছি। এটি খুবই দীর্ঘ ও চ্যালেঞ্জিং; কিন্তু আমরা এমন পরিস্থিতির জন্য প্রশিক্ষিত। গতকাল আমরা যখনই খবর পেয়েছি, সঙ্গে সঙ্গে আমাদের চারটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।’

ভূমি ধসে ভেঙে পড়া বাড়িঘর। ২০ জুলাই
ছবি: এএনআই

পুলিশ জানায়, ভূমিধসের ঘটনায় গতকাল ১৩ জনের মরদেহ উদ্ধার হয়। তাঁদের মধ্যে একজন উদ্ধারকারীও রয়েছেন। উদ্ধারকারী ব্যক্তি কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছেন।

গতকাল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন।

এ ঘটনার পর রায়গড় পুলিশ একটি নিয়ন্ত্রণকক্ষ খুলেছে। পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে তারা ২২ জনকে জীবিত উদ্ধার করেছে। তবে এখনো অনেকে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে শতাধিক পুলিশ ও জেলা প্রশাসনের লোকজন উদ্ধারকাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এনডিআরএফ, স্থানীয় লোকজন ও কিছু বেসরকারি সংস্থার লোকজনও সহায়তা করছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ দুর্ঘটনার বিষয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। উদ্ধার অভিযান চালাতে এনডিআরএফের চারটি দল কাজ করছে বলেও তিনি জানান।