দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস। এরপর উপহাইকমিশন চত্বরে মুজিব চিরঞ্জীব মঞ্চে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় পুষ্পমাল্য অর্পণ করে। এ সময় বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এরপর বঙ্গবন্ধুর বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত কলকাতার ৮ নম্বর স্মিথ লেনের সরকারি বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সেখানে পুষ্পমাল্য অর্পণ করেন উপহাইকমিশনার, বিমান বাংলাদেশ ও সোনালী ব্যাংকের কর্মকর্তাসহ কলকাতার বিশিষ্টজনেরা। এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম প্রেসক্লাবের সাত সদস্যের প্রতিনিধিরাও।
বিকেলে উপহাইকমিশন প্রাঙ্গণে আয়োজন করা হয় ১০৩তম জন্মবর্ষের অনুষ্ঠান। সেখানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার। আলোচনা সভার পর অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ ও কলকাতার শিল্পীরা সংগীত পরিবেশন করেন।