মমতাকে নিয়ে বিজেপি নেতার যে মন্তব্যে ক্ষুব্ধ তৃণমূল

মমতা বন্দ্যোপাধ্যায় ও দিলীপ ঘোষছবি: এএনআই

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিজেপির সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষের আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে রাজনীতিতে উত্তাপ দেখা দিয়েছে। তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা মমতাকে নিয়ে দিলীপের মন্তব্যের নিন্দা করেছেন। তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করেছে তৃণমূল।

আজ মঙ্গলবার মমতাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘দিদি নানা রাজ্যে গিয়ে কখনো বলছেন, আমি গোয়ার মেয়ে আবার কখনো বলছেন আমি ত্রিপুরার মেয়ে। আমি বলি, বাপ তো ঠিক করুন। যার তার মেয়ে হওয়া ঠিক নয়।’

দিলীপের মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠেছে। তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠকের পাশাপাশি একাধিক নারীনেত্রী মন্তব্যের নিন্দা করেছেন।

নির্বাচন কমিশনে তৃণমূলের অভিযোগে দিলীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের মন্তব্য করা থেকে যাতে বিজেপির নেতারা বিরত থাকেন, সে সম্পর্কে তাঁদের অবগত করার আবেদনও জানানো হয়েছে।

তৃণমূলের তরফে বলা হয়েছে, সাবেক রাজ্য সভাপতির মন্তব্য থেকেই স্পষ্ট, মা-বোনেদের গভীর সম্মান দেওয়ার যে দাবি বিজেপি করে থাকে, তা কতটা ভিত্তিহীন।