ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই, চারজনের মৃত্যু
টানা ভারী বৃষ্টিতে ভারতের মুম্বাই শহরে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। শহরে অচলাবস্থা তৈরি হয়েছে। আজ বৃহস্পতিবার স্থানীয় স্কুল-কলেজ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
গতকাল বুধবার সন্ধ্যায় মুম্বাইয়ের কিছু জায়গায় প্রায় ২৭৫ মিলিমিটার পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে যান চলাচল স্থবির হয়ে পড়ে এবং যানজট দেখা দেয়। ট্রেন চলাচলও বিলম্বিত হয়।
স্থানীয় কর্মকর্তারা বলেছেন, বৃষ্টিকে কেন্দ্র করে চারজনের মৃত্যু হয়েছে।
আরও বৃষ্টি হওয়ার আভাস থাকায় শহরজুড়ে রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দাদের বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। স্কুল-কলেজ বন্ধ আছে। মৎস্যশিকারিদের শুক্রবার পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ড্রোন ব্যবহার করে ধারণ করা কিছু ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, মহাসড়কগুলো গাড়ির দীর্ঘ সারি। কিছু গাড়িতে চালকেরা অপেক্ষা করছেন, আবার কিছু চালক হতাশ হয়ে গাড়ি রেখেই চলে গেছেন।
এই সপ্তাহের শুরুতে এসে ভারতের উত্তর–পশ্চিমাঞ্চল থেকে বর্ষা বিদায় নিতে শুরু করেছে। ভারতের আবহাওয়া বিভাগ এক বিবৃতিতে বলেছে, স্বাভাবিক সময়ের চেয়ে এক সপ্তাহ দেরিতে এবার বর্ষা বিদায় নিয়েছে।
ভারতে সাধারণত জুন মাসে বর্ষা শুরু হয় এবং ১৭ সেপ্টেম্বর নাগাদ তা বিদায় নিতে শুরু করে। তবে চলতি বছরের এ সময়েও বৃষ্টিপাত চলছে। বৃষ্টিতে কয়েকটি রাজ্যে ফসলের ক্ষতি হচ্ছে।
আজ ভারতের দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা রাজ্যের কিছু অংশেও ভারী বৃষ্টির আভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।