সিসিটিভি ফুটেজ দেখিয়ে অভিযোগ তুললেন অখিলেশ যাদব
ভারতে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব অভিযোগ করেছেন, উত্তর প্রদেশের কয়েকটি জেলায় বিরোধীদলীয় কর্মীদের ‘অবৈধভাবে’ তাঁদের বাড়িতে নজরবন্দী করে রাখা হয়েছে। তাঁরা যেন ভোট গণনায় অংশ নিতে না পারেন, তা নিশ্চিত করতে পুলিশের সহযোগিতায় জেলা প্রশাসন এমন তৎপরতা চালাচ্ছে।
ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে আজ মঙ্গলবার। ইতিমধ্যে সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হয়েছে।
গতকাল রাতে অখিলেশ অভিযোগ করেন, বিরোধী দলের কর্মীদের ভোট গণনায় অংশগ্রহণ থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে।
গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ–সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজও প্রকাশ করেছেন অখিলেশ। সেখানে তিনি লিখেছেন, এ ধরনের ঘটনা বন্ধ করা উচিত। ‘আটক’ করে রাখা মানুষদের অবিলম্বে মুক্তি চেয়েছেন তিনি।
এক্স পোস্টে অখিলেশ লিখেছেন, মির্জাপুর, আলিগড়, কনৌজসহ উত্তর প্রদেশের অনেক জেলায় জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ প্রশাসন অবৈধভাবে বিরোধী দলের রাজনৈতিক কর্মীদের গৃহবন্দী (নজরবন্দী) করে রেখেছে; যেন তাঁরা ভোট গণনায় অংশ নিতে না পারেন। মাননীয় সুপ্রিম কোর্ট, ভারতের নির্বাচন কমিশন, উত্তর প্রদেশের প্রধান নির্বাচন কর্মকর্তা, পুলিশপ্রধান, উত্তর প্রদেশ পুলিশের মহাপরিচালক, উত্তর প্রদেশ পুলিশের উচিত অবিলম্বে এ ঘটনার সত্যতা যাচাই করা।