চলন্ত ট্রেনের নিচে পড়তে যাওয়া নারীকে বাঁচাল পুলিশ, ভিডিও ভাইরাল
চলন্ত ট্রেন প্ল্যাটফর্ম পার হচ্ছিল। এমন সময় এক নারী হাতের ব্যাগটি প্ল্যাটফর্মে ছুড়ে মারেন। এরপর ছেলেকে নিয়ে তড়িঘড়ি করে ট্রেন থেকে নামার চেষ্টা করেন। কিন্তু ঠিকমতো নামতে না পেরে হোঁচট খেয়ে পড়ে যান। আরেকটু হলেই ট্রেনের নিচে পড়ে যাচ্ছিলেন। ঠিক তখনই ছুটে আসেন এক পুলিশ কর্মকর্তা। সন্তানসহ ওই নারীকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে। সাহসী পদক্ষেপ নিয়ে নারীকে বাঁচানোয় পুলিশ কর্মকর্তার প্রশংসা করছেন সবাই।
ভারতের উত্তর প্রদেশের কানপুরের এই ঘটনা রেলস্টেশনে থাকা ক্লোজড সার্কিট ক্যামেরায় (সিসিটিভি) ধরা পড়েছে। আর ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছে উত্তর প্রদেশ পুলিশ। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পর অনেকে প্রতিক্রিয়া জানিয়েছেন। ইতিমধ্যে ২০ হাজারের বেশিবার দেখা হয়েছে ভিডিওটি। এ ছাড়া ভিডিওতে লাইক পড়েছে দুই হাজারের বেশি। ভিডিওর নিচে এসেছে অসংখ্য মন্তব্য। যার বেশির ভাগই পুলিশ কর্মকর্তার ভূয়সী প্রশংসা।
একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, ‘ইয়াংম্যানকে স্যালুট জানাই।’ ভিডিওর নিচে আরেকজন লিখেছেন ‘ভালো একটি কাজ।’ সন্তানসহ নারীর জীবন বাঁচানোয় উত্তর প্রদেশ পুলিশের ওপর বেজায় খুশি মানুষ। একজন লিখেছেন, ‘উত্তর প্রদেশের পুলিশকে স্যালুট।’