কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে থাকা বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিতে পারেন সাংবাদিকেরা। তাঁরা দুই দেশের উন্নয়নের দিকনির্দেশনাও দিতে পারেন।
বাংলাদেশের গণমাধ্যমে কাজ করা কলকাতার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে কথাগুলো বলেছেন আন্দালিব ইলিয়াস। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের বাংলাদেশ গ্যালারি মিলনায়তনে এই সভা হয়।
কলকাতায় এখন বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের ৩০ জন প্রতিনিধি কাজ করছেন।
উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস সাংবাদিকদের উদ্দেশে বলেন, বাংলাদেশের সব থেকে বেশি ভিসা ইস্যু হয় এই কলকাতা উপহাইকমিশন থেকে। আর এই ভিসা ইস্যু এবং ডেলিভারির জন্য কলকাতায় নতুন করে স্থাপিত হয়েছে ভিসার আবেদন কেন্দ্র। এই কেন্দ্র স্থাপনের ফলে এখানে বাংলাদেশের ভিসা পাওয়া আরও সহজ হয়েছে। এখন আর ভিসাপ্রার্থীদের ভিসার জন্য দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করতে হয় না।
এ সময় সাংবাদিকেরা ভিসা পেতে দীর্ঘসূত্রতার কথা বলেন। তাঁরা ভিসা দেওয়ার সময় আরও কিছুটা কমিয়ে আনার দাবি করেন। জরুরি ভিসা যাতে দ্রুত পেতে পারেন, সে ব্যাপারেও সাংবাদিকেরা উপহাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন। সাংবাদিকেরা বলেন, কলকাতায় কর্মরত বাংলাদেশের সাংবাদিকেরা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অ্যাক্রিডিটেশন কার্ড থেকে বঞ্চিত হচ্ছেন। এমনকি কলকাতা প্রেসক্লাবের সদস্য হতেও পারেন না। এ বিষয়গুলো নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিতে হাইকমিশনারকে অনুরোধ করা হয়।
বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টার প্রতিশ্রুতি দেন আন্দালিব ইলিয়াস। তিনি বলেন, ‘আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপহাইকমিশনের প্রেস সেক্রেটারি রঞ্জন সেনসহ উপহাইকমিশনের কর্মকর্তারা।