দিল্লিতে তাপপ্রবাহ, ভোটের আগে ‘লাল সতর্কতা’

প্রচণ্ড গরমে স্বস্তি পেতে আইসক্রিম খাচ্ছেন এক নারী। ছবিটি ২৩ এপ্রিলের। নয়াদিল্লি, ভারতছবি: রয়টার্স

ভারতের লোকসভা নির্বাচনে ষষ্ঠ দফা ভোটের আগে রাজধানী দিল্লিতে জারি হলো ‘লাল সতর্কতা’। গতকাল সোমবার দিল্লির বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। আবহাওয়া অফিস আজ মঙ্গলবার এই সতর্কতা জারি করেছে।

আবহাওয়া অফিস বলছে, আগামী পাঁচ দিন এই তীব্র তাপপ্রবাহ চলবে। অর্থাৎ ২৫ মে ষষ্ঠ দফার ভোটের সময় দিল্লি জ্বলেপুড়ে খাক হবে।

এ পরিস্থিতিতে দিল্লির সব স্কুলে গরমের ছুটির ঘোষণা করা হয়েছে। ১১ মে এ জন্য সরকারি নির্দেশ জারি করা হলেও কোনো কোনো স্কুল খোলা রাখা হয়েছিল। সোমবার রাজ্য সরকার জানিয়েছে, ৩০ জুন পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। এতে বিদ্যুতের চাহিদা কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।

তাপপ্রবাহের ফলে দিল্লিতে বিদ্যুতের চাহিদা মাত্রা ছাড়িয়েছে। দুপুরে বিদ্যুতের চাহিদা বেড়ে হয়েছে সাড়ে ৭ হাজার মেগাওয়াটেরও বেশি। এটি গত বছরের মে মাসের চাহিদা ছাড়িয়েছে। চাহিদা ও জোগানের ফারাকের জন্য জায়গায় জায়গায় লোডশেডিং করতে হচ্ছে। সুস্থ থাকার জন্য বিভিন্ন মহল থেকে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে।

এ অবস্থায় আগামী শনিবার (২৫ মে) দিল্লি ও তার পার্শ্ববর্তী হরিয়ানায় মানুষ ভোট দিতে কতটা উৎসাহী হবে সে সন্দেহ রাজনৈতিক মহলে দেখা দিয়েছে। নির্বাচন কমিশন বিভিন্ন মহলায় পোস্টার সেঁটে বলেছে, ‘২৫ মে আগে ভোটদান, পরে জলপান।’ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই তাপপ্রবাহের মধ্যে স্ত্রী সুনীতাকে নিয়ে রোড শো করছেন। প্রতিটি মহল্লায় তিনি জনতাকে অনুরোধ করছেন, ‘স্বৈরতন্ত্রের’ হাত থেকে মুক্তি পেতে হলে গরম উপেক্ষা করে ভোট দিতে হবে। দিল্লিতে এমনিতেই ভোটের হার খুব বেশি হয় না। এবার গরমের কারণে ভোটের হার নিয়ে বাড়তি উদ্বেগ দেখা দিচ্ছে।

গত শুক্রবার থেকে দিল্লির তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করে। সাড়ে ৪২ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে শনিবার হয় সাড়ে ৪৩। পরের দিন রোববার বাড়ে আরও ১ ডিগ্রি। কিন্তু সোমবার একলাফে তাপমাত্রা বেড়ে যায় ৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় সাড়ে ৩ ডিগ্রি বেশি। দক্ষিণ-পশ্চিম দিল্লির নজফগড়, যে এলাকা বিখ্যাত সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগের বদৌলতে, সেখানে সোমবার তাপমাত্রা ঘোরাফেরা করেছে ৪৭ দশমিক ৪ ডিগ্রি থেকে ৪৭ দশমিক ৮ ডিগ্রির মধ্যে। দেশের মধ্যে এত তাপমাত্রা সোমবার আর কোথাও রেকর্ড হয়নি।

তাপপ্রবাহের সঙ্গে বইছে গরম হাওয়া। রাজস্থানের ওপর দিয়ে প্রবাহিত এই হলকা হাওয়ার গতি ঘণ্টায় ২৫ থেকে ৩০ কিলোমিটার। এতে এই তাপপ্রবাহ আরও কষ্টকর হয়ে উঠেছে। দিল্লির চিড়িয়াখানা কর্তৃপক্ষ পশুদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে।