মহারাষ্ট্রে দাউদ ইব্রাহিমের পৈতৃক বাড়ি নিলামে উঠছে

দাউদ ইব্রাহিমফাইল ছবি: এএনআই

ভারত সরকারে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের জব্দ করা পৈতৃক বাড়ি ও তাঁর পরিবারের আরও তিনটি সম্পত্তি নিলামে তোলা হচ্ছে। ভারতের মহারাষ্ট্র রাজ্যের রত্নগিরির মুমবেক গ্রামের এসব সম্পত্তি আগামী শুক্রবার (৫ জানুয়ারি) নিলাম হওয়ার কথা।

নিলাম অনুষ্ঠিত হবে রাজ্যের রাজধানী মুম্বাইয়ে। গত ৯ বছরে দাউদ ও তাঁর পরিবারের সঙ্গে সম্পৃক্ত ১১টি সম্পত্তির নিলাম হয়েছে। এর মধ্যে একটি রেস্তোরাঁ ৪ কোটি ৫৩ লাখ রুপিতে বিক্রি হয়েছে।

এ ছাড়া দাউদ ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ছয়টি ফ্ল্যাট ৩ কোটি ৫৩ লাখ রুপি এবং একটি গেস্ট হাউস ৩ কোটি ৩২ লাখ রুপিতে নিলামে বিক্রি হয়েছে।

আরও পড়ুন

দাউদ মুমবেক গ্রাম থেকে ১৯৮৩ সালে মুম্বাইয়ে পাড়ি জমান। মুম্বাইয়ে ১৯৯৩ সালের ১২ মার্চের ধারাবাহিক বোমা বিস্ফোরণের মূল পরিকল্পনাকারী ধরা হয় দাউদকে। এই হামলায় ২৫৭ জন নিহত হন। আহত হন সাত শতাধিক মানুষ। এরপরই দেশ ছেড়ে পালান দাউদ। মহারাষ্ট্র রাজ্য সরকারের অনুরোধে ওই ঘটনার তদন্ত করছে সিবিআই।

আরও পড়ুন