ভারতে প্রতিমন্ত্রীকে ঘরে আটকে বিক্ষোভ, দুই ঘণ্টা পর উদ্ধার

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার
ছবি: সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে আজ মঙ্গলবার দলীয় দপ্তরের একটি কক্ষে তালা দিয়ে আটকে রেখেছিলেন দলের নেতা-কর্মীরা। খবর পেয়ে দুই ঘণ্টা পর ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।  

আজ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে তাঁর নিজ জেলা শহর পুরুলিয়ার বিজেপি–দলীয় দপ্তরে দলের একাংশের নেতা-কর্মীরা আটক করে রাখেন।

জানা গেছে, সকালে প্রতিমন্ত্রী দলীয় দপ্তরে গেলে দলের একাংশের নেতা-কর্মী তাঁর বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। তাঁর একনায়কসুলভ আচরণে দল পিছিয়ে যাচ্ছে এবং তাঁর পেটোয়া বাহিনীর অত্যাচারে এলাকাবাসী ক্ষুব্ধ বলেও অভিযোগ করেন তাঁরা। এ কারণে তাঁরা প্রতিমন্ত্রীর অপসারণ দাবি করেন। পরে তাঁকে দলীয় দপ্তরের একটি কক্ষে ঢুকিয়ে বাইরে থেকে তালা মেরে দেন নেতা-কর্মীরা।

খবর পেয়ে দুই ঘণ্টা পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ প্রতিমন্ত্রীকে উদ্ধার করে। বিজেপির জেলা নেতৃত্বের দাবি, যাঁরা বিক্ষোভ দেখিয়েছেন, তাঁরা কেউ বিজেপির নন। তাঁদের অনেককে দলবিরোধী কাজের জন্য বহিষ্কার করা হয়েছে।

পুরুলিয়ায় এই কক্ষে প্রতিমন্ত্রীকে আটকে রেখে বিক্ষোভ করছেন দলীয় কর্মীরা
ছবি: সংগৃহীত

এদিকে বিক্ষোভকারীরা বলছেন, এ জেলায় বিজেপির দুঃসময়ে দলের জন্য কাজ করে তাঁরা দলকে উচ্চ শিখরে পৌঁছে দিয়েছিলেন। এর ফলে এ আসনে ২০১৯ সালে বিজেপি প্রার্থী সুভাষ সরকার সিপিএম ও তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে জয়ী হন। পরে তিনি কেন্দ্রীয় মন্ত্রীও হন। কিন্তু মন্ত্রী হওয়ার পর তিনি একনায়কতন্ত্র চালাতে শুরু করেন। এটা মেনে নিতে না পেরে বিজেপির একাংশ আজ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ করে।

প্রতিমন্ত্রী সুভাষ সরকার পেশায় একজন চিকিৎসক। ৬৯ বছর বয়সী সুভাষ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে পুরুলিয়া আসনে জয়ী হন। পরে ২০২১ সালের ৮ জুলাই তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হন।