মোদির শপথ অনুষ্ঠানে থাকছেন যাঁরা

রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠক করে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নরেন্দ্র মোদি। ৮ জুনছবি: এএনআই

টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আগামীকাল রোববার সন্ধ্যায় শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে দেশ-বিদেশের প্রায় ৮ হাজার বিশিষ্টজনকে। তাঁদের মধ্যে রয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

এরই মধ্যে মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে আজ শনিবার নয়াদিল্লি পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ছাড়া প্রতিবেশী দেশ ও ভারত মহাসাগরীয় অঞ্চলের আরও ছয় দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন। সেশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফও আজ দিল্লি পৌঁছেছেন।

নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে আজ শনিবার নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ছবি: পিআইডি

এ ছাড়া আগামীকাল দুপুরের মধ্যে একে একে উপস্থিত হবেন মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জগন্নাথ, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোগবে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ও নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে বিদেশি অতিথিরা নৈশভোজে যোগ দেবেন।

মোদির এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে নয়াদিল্লিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। রাষ্ট্রপতি ভবনের কাছাকাছি বিশাল তল্লাটকে ‘নো ফ্লাই জোন’-এর আওতায় নিয়ে আসা হয়েছে। বিমান তো দূরের কথা, ফানুস বা ড্রোনও ওই এলাকায় ওড়ানো বা চালানো যাবে না।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে
ফাইল ছবি: রয়টার্স

শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে আগামীকাল সন্ধ্যা সোয়া সাতটায়। তখনই বোঝা যাবে প্রথম দফায় মোট কতজন পূর্ণ মন্ত্রী ও কতজন প্রতিমন্ত্রী হচ্ছেন এবং কোন দলের কতজন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন। শপথ গ্রহণের পর নতুন মন্ত্রীদের কে কোন দপ্তর পাচ্ছেন, তা সরকারিভাবে জানানো হয়।

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোগবে
ফাইল ছবি: রয়টার্স

এবারের লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি মোদির দল বিজেপি। ফলে দলটির নেতৃত্বাধীন এনডিএ জোটকে সঙ্গে নিয়ে সরকার গঠন করতে হচ্ছে তাদের। গতকাল শুক্রবার মোদিকে সরকার গঠনের অনুমতি দেন ভারতের রাষ্ট্রপতি দ্রোপদি মুর্মু।

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু
ফাইল ছবি: এএফপি