আসামে কয়লাখনি প্লাবিত হয়ে আটকা পড়েছেন অন্তত ৯ শ্রমিক  

আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনীছবি: এএনআই

ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের দিমা হাসাও জেলার উমরাংসতে একটি কয়লাখনি প্লাবিত হয়ে এর ভেতরে ৯ জন শ্রমিক ২৪ ঘণ্টার বেশি সময় ধরে আটকা পড়ে আছেন। তাঁদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে শ্রমিকদের উদ্ধারে ডুবুরি নামানো হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

জেলার পুলিশপ্রধান রয়টার্সকে বলেন, ‘গতকাল সোমবার খনি পানিতে প্লাবিত হয়—পানির উৎস খনির ভেতরেই ছিল। তারা (শ্রমিক) সম্ভবত পানিপ্রবাহের কোনো পথে আঘাত করেছিল। এর ফলে সেখানে ছিদ্র হয়ে পানি বের হয়ে খনিটি প্লাবিত হয়।’

স্থানীয় ব্যক্তিরা জানান, গতকাল সোমবার সকালে অন্তত ২৭ জন শ্রমিক খনির ভেতর প্রবেশ করেন। তবে গর্ত পানিতে ভরে যেতে শুরু করলে অনেকে বেরিয়ে আসতে সক্ষম হন। এদিকে আজ জেলার দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ সকাল ৯টার দিকে জানায়, খনির ভেতর তিনটি মৃতদেহ চিহ্নিত করা গেলেও উদ্ধার করা যায়নি।

রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা খনিতে আটকে পড়া ৯ জনের নাম প্রকাশ করেছেন। তাঁরা হলেন গঙ্গা বাহাদুর শ্রেথ, হুসেন আলি, জাকির হুসেন, সার্পা বর্মন, মুস্তফা শেখ, খুশি মোহন রাই, সঞ্জিত সরকার, লিজান মাগার এবং শরৎ গোয়ারি।

মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় সেনাবাহিনী এবং আসাম রাইফেলসের সদস্যদের নিয়ে টাস্কফোর্স গঠন করা হয়েছে। এতে ডুবুরি, মেডিকেল টিম ও ইঞ্জিনিয়ার রয়েছেন। তাঁরা আটকে পড়া সবাইকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

স্থানীয় প্রশাসন, জরুরি বিপর্যয় মোকাবিলা বিভাগের কর্মী এবং খনি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত দল আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে দ্রুত মাঠে নামে। রাজ্য ও কেন্দ্র স্তরের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সাহায্যও নেওয়া হচ্ছে। সেনাবাহিনীও শ্রমিকদের উদ্ধারে কাজ করছে বলে বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন।