পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালফাইল ছবি: এএফপি

দিল্লির একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুর্ব্যবহার করার অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, দিল্লির সাবেক উপমুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়ার সঙ্গে আদালত প্রাঙ্গণে দুর্ব্যবহারের অভিযোগ ওঠা পুলিশ কর্মকর্তা এবার তাঁর সঙ্গেই খারাপ ব্যবহার করেছেন।

দিল্লির রোজ অ্যাভিনিউ কোর্টে দাখিল করা একটি আবেদনে এ অভিযোগ করেন আম আদমি পার্টির প্রধান। আবেদনে তাঁর নিরাপত্তা প্রহরায় থাকা ওই পুলিশ কর্মকর্তার অপসারণ চান তিনি।

আবেদনে অরবিন্দ কেজরিওয়াল দাবি করেন, গতকাল শুক্রবার সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) করা রিমান্ড আবেদনের ওপর শুনানিতে অংশ নিতে তাঁকে যখন আদালতে আনা হচ্ছিল, তখন সহকারী পুলিশ কমিশনার এ কে সিং তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন।

দিল্লির রোজ অ্যাভিনিউ কোর্টে দাখিল করা একটি আবেদনে দুর্ব্যবহারের শিকার হওয়ার এ অভিযোগ করেন আম আদমি পার্টির প্রধান। আবেদনে তাঁর নিরাপত্তা প্রহরায় থাকা ওই পুলিশ কর্মকর্তার অপসারণ চান তিনি।

এ ঘটনার আগে আবগারি কেলেঙ্কারিসংক্রান্ত একটি মামলায় কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি। তাঁর সঙ্গে ঠিক কী ধরনের দুর্ব্যবহার করা হয়েছে, সে সম্পর্কে জানা যায়নি।
গত বছর একই আদালত প্রাঙ্গণে মনীশ সিসোদিয়াকে সাংবাদিকদের সঙ্গে কথা বলায় বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশ কর্মকর্তা এ কে সিংয়ের বিরুদ্ধে। ভিডিওতে সেই দৃশ্য ধরা পড়ে। পরে সিসোদিয়া এ বিষয়ে লিখিত অভিযোগ দেন।

আরও পড়ুন

তবে সিসোদিয়ার সঙ্গে ওই ঘটনা নিয়ে দিল্লি পুলিশ বলেছিল, তারা কোনো ভুল করেনি। ভিডিওতে যে দৃশ্য দেখা গেছে, তা নিরাপত্তার জন্য প্রয়োজন ছিল। কেননা, গণমাধ্যমের সঙ্গে অভিযুক্ত কোনো ব্যক্তির কথা বলার বিষয়টি আইনসংগত নয়।

দিল্লি আবগারি নীতি মামলায় গত বছরের ফেব্রুয়ারিতে মনীশ সিসোদিয়াকে হেফাজতে নেওয়া হয়। আর গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয় কেজরিওয়ালকে। দায়িত্বে থাকা অবস্থায় কোনো মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের ঘটনা ভারতে এটিই প্রথম। গ্রেপ্তার করার পর তাঁকে রোজ অ্যাভিনিউয়ের আদালতে হাজির করা হয়। তাঁর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আরও পড়ুন

ওই মামলায় অর্থ পাচারের অভিযোগ তদন্ত করছে ইডি। সংস্থাটি কেজরিওয়ালকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছিল।

আরও পড়ুন