সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে পাকিস্তান বাধা দিয়েছে, অভিযোগ ভারতের

জম্মু-কাশ্মীরের শ্রীনগরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর এক সদস্য
ফাইল ছবি: রয়টার্স

পাকিস্তান সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় তিন বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী। ওই তিনজনকে ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া হয়েছে। ভারতের দাবি, তিন বন্দুকধারী ভারতে প্রবেশের সময় তাদের সুরক্ষা দিতে ভারতীয় সেনা ও একটি হেলিকপ্টারে গুলি চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।

ভারতের সেনাবাহিনীর ব্রিগেডিয়ার পি এম এস ঢিলন জানিয়েছেন, কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরের উরি এলাকায় নিয়ন্ত্রণরেখা দিয়ে তিন থেকে চারজন ‘সন্ত্রাসী’ ভারতে প্রবেশ করছিল। এ সময় তাদের সঙ্গে ভারতের সেনাবাহিনীর সংঘাত বাধে। দুই ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে গুলি চলে। সন্ত্রাসীদের থামাতে রকেট লঞ্চারসহ ভারী অস্ত্র ব্যবহার করে ভারতীয় বাহিনী।

এই সেনা কর্মকর্তা আরও বলেন, সেনাবাহিনীর গুলিতে দুজন সন্ত্রাসী নিহত হয়। অপর একজন আহত অবস্থায় পেছনে ফিরে যায়। তাকে সুরক্ষা দিতে ভারতীয় সেনার একটি আকাশযানের ওপর গুলি চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত দুই সন্ত্রাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পাকিস্তানের ‘হস্তক্ষেপের’ কারণে তৃতীয়জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। পাকিস্তানের এ কর্মকাণ্ড নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতির জন্য ২০২১ সালে চুক্তির স্পষ্ট লঙ্ঘন।

ভারতের সেনাবাহিনী আরও জানিয়েছে, উরি এলাকায় এখনো অভিযান চলছে। ভারতের সেনাবাহিনী, জম্মু-কাশ্মীর পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা যৌথভাবে এ অভিযান চালাচ্ছেন।