একই ব্যক্তি ৩৫ দিনে ছয়বার সাপের কামড়ের শিকার
খবরটি শুনে কিছুটা চমকে ওঠারই কথা। ভারতের উত্তর প্রদেশের ফতেহপুর জেলার বিকাশ দুবে নামের এক ব্যক্তিকে ৩৫ দিনের মধ্যে ছয়বার সাপে কামড় দিয়েছে। তবে চিকিৎসা নেওয়ার পর তিনি সুস্থ আছেন।
ফতেহপুর জেলার সৌরা গ্রামের বাসিন্দা দুবেকে তাঁর ঘরেই গত ২ জুন প্রথম সাপে কামড় দেয়। তখন থেকে ৩৫ দিনে ছয়বার তিনি সাপের কামড়ের শিকার হয়েছেন। প্রতিবারই তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বাড়িতে নিজের ঘরে সাপের কামড়ের শিকার হওয়ার পর জানা গেল, দুবের বাড়িতে সাপের উপদ্রব বেড়েছে। তখন স্বজনদের পরামর্শে তিনি বাড়ি ছেড়ে রাধানগরে তাঁর ফুফুর বাসায় থাকতে শুরু করেন।
কিন্তু নিজের বাড়ি ছেড়েও রেহাই পেলেন না দুবে। আবার তাঁকে সাপে কামড় দিল। এবার তিনি আবার থাকার জায়গা বদল করেন। দুর্ভাগ্য, তাতেও কোনো লাভ হলো না। একের পর এক তিনি সাপের কামড়ের শিকার হতে থাকেন।
সর্বশেষ ৬ জুলাই পৈতৃক বাড়িতে ফেরার পর দুবে আবার সাপের কামড়ের শিকার হন।
বারবার অস্বাভাবিক এ ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে দুবে বলেন, প্রতিবারই তাঁকে শনি বা রোববার সাপে কামড়েছে। প্রতিবারই সাপের কামড়ের আগে তাঁর মধ্যে একধরনের আশঙ্কা তৈরি হয়েছিল।
ভারতে সাপের কামড়ের ঘটনা বেশ আলোচিত বিষয়। প্রতিবছরই সেখানে ৩০ থেকে ৪০ লাখ সাপের কামড়ের ঘটনা ঘটে থাকে। প্রতিবছর সাপের কামড়ে প্রায় ৫০ হাজার মানুষ মারা যান। চার প্রজাতির সাপের কামড়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটে থাকে। এর মধ্যে রয়েছে কাল কেউটে, গোখরা, রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) ও স-স্কেলড ভাইপার (ফুরসা বোড়া সাপ)।
গত সপ্তাহে ইন্দোনেশিয়ায় ৩০ বছর বয়সী এক নারীকে অজগর খেয়ে ফেলে। অনেক খোঁজাখুঁজির পর তাঁর স্বামী দেখতে পান, সাপের মুখ দিয়ে তাঁর স্ত্রীর দুই পা বেরিয়ে আছে। তখন তিনি অজগরকে মেরে স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে আর লাভ হয়নি।