তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কংগ্রেস নেতা রেবন্ত

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন কংগ্রেস নেতা রেবন্ত রেড্ডি
হায়দরাবাদ, ভারত, ৭ ডিসেম্বর ছবি: এএনআই

ভারতের তেলেঙ্গানা রাজ্যের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কংগ্রেস নেতা রেবন্ত রেড্ডি। বৃহস্পতিবার দুপুরে রাজধানী হায়দরাবাদের লালবাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে শপথ নেন ৫৪ বছরের রেবন্ত।

দাক্ষিণাত্যের দ্বিতীয় রাজ্যে কংগ্রেসের ক্ষমতায় আসার মাহেন্দ্রক্ষণে উপস্থিত ছিলেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও সোনিয়া, রাহুল, প্রিয়াঙ্কা গান্ধী। রেবন্ত ছাড়াও রাজ্যপাল তামিলিসাই সৌন্দররাজন শপথবাক্য পাঠ করান আরো ১১ জনকে।

অন্ধ্র প্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্য গঠিত হওয়ার পর কে চন্দ্রশেখর রাও এই রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হন। কংগ্রেসত্যাগী ওই নেতা টানা দশ বছর সেই পদে ছিলেন। তাঁকে সরিয়ে রেবন্ত হলেন রাজ্যের দ্বিতীয় মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার সকাল ১০ টা ২৮ মিনিটে শপথ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু সেই ‘বিশেষ মুহূর্ত’ বদলে করা হয় বেলা ১টা চার মিনিটে। তবে জনসমুদ্র পেরিয়ে মঞ্চে এসে রেবন্ত শপথবাক্য পাঠ করেন দুপুর ১ টা ২২ মিনিটে। মঞ্চে বসে তা প্রত্যক্ষ করেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। কংগ্রেস সভাপতি ও গান্ধী পরিবার ছাড়াও উপস্থিত ছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার।

শপথ গ্রহণের আগে ছাদ খোলা গাড়িতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে নিয়ে স্টেডিয়াম ঘোরেন রেবন্ত। ভোটের প্রচারে তেলেঙ্গানা রাজ্য গঠনে সোনিয়ার অবদানের কথা তিনি বারবার বলেছেন। জয়ের মূল কৃতিত্বও তিনি দিয়েছেন সোনিয়াকে।

আর্জেন্টিনার ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার অন্ধ ভক্ত রেবন্ত হায়দরাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কৃষি ব্যবসার সঙ্গে যুক্ত তাঁর পরিবার। সেই পরিবারের প্রথম রাজনীতিকও তিনিই। রেবন্তের রাজনীতির হাতেখড়ি বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মী হিসেবে। পরে অবিভক্ত অন্ধ্র প্রদেশে তেলুগু দেশম পার্টিতে (টিডিপি) যোগ দেন। কিছুদিন টিআরএসের সঙ্গেও যুক্ত ছিলেন। পরে ফের টিডিপিতে চলে যান।

রেবন্ত ২০১৮ সালে টিডিপি ছেড়ে যোগ দেন কংগ্রেসে। দলের রাজ্য সভাপতি হন ২০২১ সালে। রেবন্তের স্ত্রী গীতাও রাজনৈতিক পরিবারের সদস্যা। তিনি প্রয়াত কংগ্রেস নেতা জয়পাল রেড্ডির ভাগ্নি।