ক্রেতা সেজে পশ্চিমবঙ্গে ডাকাতি, কয়েক কোটি রুপির গয়না লুট
পশ্চিমবঙ্গের নদীয়ার রানাঘাট ও পুরুলিয়ার জুয়েলারির একই প্রতিষ্ঠানের দুটি শোরুমে একই সময়ে ডাকাতি হয়েছে। ডাকাতেরা কোটি কোটি রুপির সোনা লুট করেছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। রানাঘাটে পুলিশের গুলিতে দুজন ডাকাত গুরুতর জখম হন এবং চারজন ডাকাত গ্রেপ্তার হন।
স্থানীয় কয়েকটি গণমাধ্যমের খবরে বলা, পশ্চিমবঙ্গের নামী সোনার দোকান সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের রানাঘাট ও পুরুলিয়ার শোরুমে প্রায় একই সময়ে চড়াও হয় ডাকাতেরা। তিনটি মোটরসাইকেলে করে এসে ক্রেতা সেজে ডাকাতেরা শোরুমে ঢোকে। তাদের হাতে ছিল আগ্নেয়াস্ত্র। তারা নিরাপত্তাকর্মীদের বেঁধে বিক্রয় কর্মীর হাত থেকে চাবি নিয়ে শোরুমের সব সোনা ও রুপার অলংকার, ডায়মন্ড লুট করে ব্যাগে ভর্তি করে নিয়ে যায়। এ সময় রানাঘাটের পুলিশ এসে ডাকাতদের ধরে ফেললে রাস্তায় প্রকাশ্যে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এতে দুজন ডাকাত গুলিবিদ্ধ হন। পুলিশ চারজন ডাকাতকে গ্রেপ্তার করে।
অন্যদিকে প্রায় একই সময় পুরুলিয়ার শোরুমেও ডাকাতি হয়। ডাকাতেরা ক্রেতা সেজে দোকানে ঢুকে মারধর করে চাবি ছিনিয়ে নিয়ে গয়না লুট করে পালিয়ে যায়। দোকানের কর্মকর্তারা বলছেন, এই শোরুম থেকে প্রায় আট কোটি রুপির সোনা-রুপা নিয়ে গেছে ডাকাতেরা। এখানেও ডাকাতেরা আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছে।
এই ডাকাতির ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। প্রাথমিকভাবে তারা ধারণা করছে, ডাকাতদের একটি কুখ্যাত চক্র এর সঙ্গে জড়িত থাকতে পারে। তারা হিন্দি ভাষায় কথা বলায় পুলিশ এবং শোরুমের কর্মীরা মনে করছেন, ডাকাতেরা অন্য কোনো রাজ্য থেকে এসেছিল। পুলিশ অবশ্য রানাঘাটে লুট করে নেওয়া গয়না থেকে এক ব্যাগ সোনার অলংকার উদ্ধার করেছে।