রাহুল গান্ধীর পোশাক নিয়ে বিজেপির টুইট ও বিতর্ক

রাহুল গান্ধী

কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’ কি শাসক দল বিজেপিকে কিছুটা চিন্তায় রেখেছে? প্রশ্নটা উঠতে শুরু করেছে পদযাত্রী কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বিজেপির আক্রমণের ধরন থেকে। টি-শার্ট পরা রাহুলের ছবি দিয়ে বিজেপি টুইট করেছে, ‘ভারত, দেখো’। পাশে রাহুলের পরা সেই টি–শার্টের ছবির নিচে দাম লেখা, ৪১ হাজার ২৫৭ রুপি। ভাবখানা এমন, বহুমূল্য টি–শার্ট পরে রাহুল বেরিয়েছেন ভারতকে জুড়তে!

এই টুইটকে কেন্দ্র করে শুরু হয়েছে বিজেপি-কংগ্রেস বাক্‌যুদ্ধ। তাতে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র ও শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী।

২০১৯ সালের লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রবল সমালোচনার মুখে দাঁড় করিয়েছিলেন রাহুল। সংসদে তাঁর সরকারকে ‘স্যুট বুট কি সরকার’ বলে কটাক্ষ করেছিলেন। সুযোগটা অবশ্য মোদিই করে দিয়েছিলেন। ২০১৫ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাতের সময় তাঁর পরনে ছিল নিজের নাম লেখা একটি স্যুট। দাম ছিল ১০ লাখ রুপি। সে নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল মোদিকে। শুনতে হয়েছিল তিনি ‘আত্মমগ্ন’ ও ‘আত্মমুগ্ধ’। সেই সমালোচনার পর মোদি ওই স্যুট নিলাম করেছিলেন। দাম উঠেছিল ৪ কোটি ৩১ লাখ টাকা। বিজেপি এবার সেটাই কংগ্রেসকে ফিরিয়ে দিল।

‘ভারত জোড়ো যাত্রার’ প্রথম দিন রাহুল পরেছিলেন একটা সাদা টি–শার্ট। ব্রিটেনের বিখ্যাত ফ্যাশন হাউস ‘বারবেরি’ ওই টি–শার্ট তৈরি করেছে। বিজেপির আইটি সেল খুঁজে দেখেছে ভারতীয় মুদ্রায় তার দাম ৪১ হাজার ২৫৭ টাকা। টুইটারের মাধ্যমে সেই কটাক্ষ শুরু হতেই পাল্টা আক্রমণ শাণিয়েছে কংগ্রেস। এসেছে একের পর এক টুইট। একটায় লেখা, ‘ওহে, ভারত জোড়ো যাত্রায় ভিড় দেখে ভয় পাচ্ছ নাকি? বেকারত্ব ও মূল্যবৃদ্ধি নিয়ে কথা বলো না? আসল সমস্যাগুলো নিয়ে কথা বলো। না হলে যদি পোশাক টানো, তাহলে মোদিজির ১০ লাখি স্যুট, দেড় লাখি রোদচশমার প্রসঙ্গ আমরাও তুলতে পারি। তোমরা কি ওগুলো নিয়ে আলোচনা চাও?’

আর একটা টুইটে রয়েছে প্রধানমন্ত্রীর ব্যবহৃত গাড়ি ও যাত্রীদের রাত্রিবাসের জন্য ‘কনটেইনার’–এর ছবি। তাতে লেখা, ‘উনি ১০ কোটির গাড়ি চাপেন, ১০ লাখের স্যুট পরেন। অথচ সেসব নয়, কথা উঠছে রাহুলদের রাত্রিবাসের কনটেইনার নিয়ে!’ অন্য এক টুইটে লেখা, ‘বিজেপি রাহুলের টি–শার্টের দাম জানিয়ে দিয়েছে। কিন্তু পেট্রলের লিটার ১০০ টাকা কেন পেরিয়েছে, কেন ডিজেল ৯০ টাকা। দামের ছেঁকায় গরিবের প্রাণ কেন ওষ্ঠাগত, সে নিয়ে মুখ খুলবে না।’