ঘোড়ায় চড়ে খাবার দিয়ে গেলেন তিনি

অনলাইনে ফরমায়েশ করা খাবার পৌঁছাতে ঘোড়ায় ছুটছেন এক ডেলিভারিম্যান
ছবি: ভিডিও থেকে

অনলাইনে খাবার ফরমায়েশ (অর্ডার) করার কিছু সময়ের মধ্যেই তা ঘরের দরজায় পৌঁছে যায়। গ্রাহকের খাবার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কর্মীদের মধ্যে একধরনের তাড়া কাজ করে। তাঁরা চান, গ্রাহক যেন দ্রুত সতেজ খাবারটি খেতে পারেন। এ জন্য অনেক প্রতিষ্ঠান থেকে কর্মীদের দেওয়া হয় মোটরসাইকেল বা সাইকেল।

তাই বলে ঘোড়ায় চড়ে খাবার সরবরাহ! একটু অবাক হওয়ার মতোই বিষয়। গত মঙ্গলবার এমনই এক দৃশ্য দেখা গেছে ভারতের হায়দরাবাদে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ভাইরাল।

ভিডিওতে দেখা যায়, ঘোড়সওয়ার ওই ব্যক্তির পরনে ভারতের ফুড ডেলিভারি ও ডাইনিংয়ের অ্যাপ জোমাটোর ব্যাগ। তিনি এক পথচারীকে বলছেন, গ্যাস স্টেশনে তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মোটরসাইকেলের জন্য পেট্রল পাননি। তাই, তিনি ঘোড়ায় চড়ে রওনা দিয়েছেন।

জানা যায়, রাজ্যে ট্রাকচালকদের বিক্ষোভের কারণে জ্বালানির ঘাটতি হতে পারে, এমন আশঙ্কায় রাজ্যের বিভিন্ন অংশে পেট্রলপাম্পে দীর্ঘ সারি তৈরি হয়।

ভারতে সড়ক দুর্ঘটনাসংক্রান্ত নতুন আইনের বিরুদ্ধে ট্রাকচালকেরা বিক্ষোভ করছেন। তাঁদের সঙ্গে আলোচনা ছাড়াই এ আইন তৈরি করা হয়েছে বলে তাঁদের অভিযোগ। তাঁদের দাবি, তাঁদের সঙ্গে আলোচনা করে আইনটি সংশোধন করতে হবে।

ঘোড়ায় চড়ে খাবার সরবরাহের এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মজা করে কোনো কোনো ইন্টারনেট ব্যবহারকারী মন্তব্য করেছেন, হায়দরাবাদে ডেলিভারিকর্মী ঘোড়ায় চড়ে খাবার পৌঁছে দিচ্ছেন। কারণ, জ্বালানিসংকট।

তবে এ ঘটনার পর সংশ্লিষ্ট অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

এই ভিডিও ২০০২ সালের এক ভিডিওর কথা মনে করিয়ে দেয়। সে বছর প্রবল বৃষ্টিতে তলিয়ে গিয়েছিল মুম্বাই শহর। তখন এমনই এক ডেলিভারিম্যান ঘোড়ায় চড়ে খাবার পৌঁছে দিয়েছিলেন।