শান্তিনিকেতনে অর্পিতার বাড়িতে তল্লাশি, আরও ৯ বাড়ির সন্ধান
পশ্চিমবঙ্গের বোলপুরে শান্তিনিকেতনে বরখাস্ত মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী হিসেবে পরিচিত মডেল, অভিনেত্রী অর্পিতা মুখার্জির বাড়িতে আজ বুধবার অভিযান চালিয়েছে ইডি। সেখানে কিছু জমিজমার কাগজপত্র ও ব্যাংক হিসাবের হদিস মিলেছে।
বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, শান্তিনিকেতন অর্পিতার বাড়ি অপাতে তল্লাশি চালানো হয়েছে। এমনকি বাড়ির পেছনে মাটি খুঁড়েও তল্লাশি চালায়। তল্লাশির পর ইডি বিকেলে জানায়, কাগজপত্রে নয়টি বাড়ির হদিস মিলেছে। এর মধ্যে দুটি লাবণ্য ও তিতলি শান্তিনিকেতনেই। নয়টি বাড়ির মধ্যে পাঁচটি অর্পিতার নামে আর চারটি রয়েছে পার্থ-অর্পিতার গড়া ‘অপা ইউটিলিটি সার্ভিসেস’ নামে একটি সংস্থার নামে। এই সংস্থার ৫০ শতাংশ করে মালিকানা রয়েছে পার্থ ও অর্পিতার।
এদিকে আজ ছিল পার্থ-অর্পিতার ১০ দিনের ইডি হেফাজতে থাকার শেষ দিন। বিকেলে কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ আদালতে দুজনকে তোলা হলে আদালত উভয় পক্ষের শুনানি শেষে পার্থর জামিনের আবেদন খারিজ করে দেন। পাশাপাশি পার্থকে আরও দুই দিন ইডি হেফাজতে রাখার আদেশ দেন। আর অর্পিতা আজ আদালতে কোনো জামিনের আবেদন না করায় তাঁকেও দুই দিনের ইডি হেফাজত রাখার আদেশ দেওয়া হয়। ৫ আগস্ট আবার তাঁদের আদালতে তোলা হবে।
বেশ কিছুদিন ধরে পশ্চিমবঙ্গের স্কুলশিক্ষক নিয়োগে এই রাজ্যের সাবেক শিক্ষামন্ত্রী, পরে শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জমা হচ্ছিল ইডির কাছে। ইডিও তদন্ত শুরু করে পার্থর বিরুদ্ধে। ইডির দল হাজির হয় দক্ষিণ কলকাতার নাকতলার পার্থর বাড়িতে। জেরা চলে টানা ১৯ ঘণ্টা। তারপর ২৩ জুলাই পার্থ গ্রেপ্তার হন ইডির হাতে। পরে পার্থর বান্ধবী অর্পিতার বেলঘরিয়া ও টালিগঞ্জ আবাসন থেকে উদ্ধার হয় প্রায় ৫০ কোটি রুপি।