লন্ডনে স্বামীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন নববধূ খুশবু, বিধ্বস্ত উড়োজাহাজে ছিলেন তিনিও

স্বামী মানফুল সিংয়ের সঙ্গে খুশবু রাজপুরোহিতফাইল ছবি: ফেসবুক থেকে নেওয়া

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া যুক্তরাজ্যের লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটির নিহতের তালিকায় রয়েছে খুশবুর নাম। ভারতীয় নাগরিক এই নারীর পুরো নাম খুশবু রাজপুরোহিত। রাজস্থানের নববিবাহিত খুশবু লন্ডনে স্বামীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন।

খুশবুর বাড়ি রাজস্থান রাজ্যের বালোতারা জেলার আরাবা গ্রামে। গত জানুয়ারিতে মানফুল সিংয়ের সঙ্গে খুশবুর বিয়ে হয়। মানফুল লন্ডনের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করছেন। বিয়ের পর এবার প্রথমবারের মতো স্বামীর সঙ্গে দেখা করতে লন্ডনে যাচ্ছিলেন খুশবু। কিন্তু তা আর হলো না।

আরও পড়ুন

বিধ্বস্ত হওয়া ওই উড়োজাহাজে খুশবুসহ রাজস্থানের ১১ আরোহী ছিলেন। তাঁদের মধ্যে দুজন শেফের চাকরিতে যোগ দিতে যুক্তরাজ্য যাচ্ছিলেন। উড়োজাহাজটিতে রাজস্থানের একজন মার্বেল ব্যবসায়ীর ছেলেমেয়েও ছিলেন।

ফ্লাইট রাডারের তথ্যানুযায়ী, বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজটি গতকাল বৃহস্পতিবার বেলা ১টা ৩৯ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর কাছের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।

আরও পড়ুন

ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, ওই উড়োজাহাজের ২৪২ আরোহীর সবাই নিহত হয়েছেন। যদিও পরে একজন যাত্রীকে জীবিত উদ্ধার করার কথা জানা যায়।

উড়োজাহাজটির পাইলট ও ক্রু ছাড়া মোট ২৩০ যাত্রীর মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ ও ১ জন কানাডিয়ান বলে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন