সংবাদ সংস্থা আইএএনএসের সংখ্যাগরিষ্ঠ শেয়ার কিনে নিল আদানি

আদানি গ্রুপ গণমাধ্যমশিল্পে তার উপস্থিতি সুসংহত করার চেষ্টা করছে
ফাইল ছবি: রয়টার্স

ভারতীয় ধনকুবের গৌতম আদানির ফ্ল্যাগশিপ ফার্ম আদানি এন্টারপ্রাইজেস গতকাল শনিবার বলেছে, তারা সংবাদ সংস্থা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের (আইএএনএস) সংখ্যাগরিষ্ঠ শেয়ার কিনে নিয়েছে।

শিল্পগোষ্ঠীটি গণমাধ্যমশিল্পে তার উপস্থিতি সুসংহত করার চেষ্টা করছে। এই চেষ্টার অংশ হিসেবে এবার তারা আইএএনএসের সংখ্যাগরিষ্ঠ শেয়ার অধিগ্রহণ করল।

আরও পড়ুন

আদানি গ্রুপ এক বিবৃতিতে বলেছে, তারা আইএএনএসের ৫০ দশমিক ৫ শতাংশ শেয়ার অধিগ্রহণ করেছে। এই শেয়ার অধিগ্রহণ করায় এখন আইএএনএসের পরিচালনা ও ব্যবস্থাপনাগত কাজে তাদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে।

সংবাদ সংস্থাটি ২০২২-২৩ অর্থবছরে ১১ কোটি ৮৬ লাখ রুপির বেশি রাজস্ব আয়ের কথা জানিয়েছিল।

আরও পড়ুন

আদানি গ্রুপ গত বছরের মার্চে কুইন্টিলিয়ন বিজনেস মিডিয়া অধিগ্রহণ করে গণমাধ্যমশিল্পে পা রাখে। কুইন্টিলিয়ন ব্যবসা-আর্থিক সংবাদসংক্রান্ত ডিজিটাল প্ল্যাটফর্ম বিকিউ প্রাইম চালায়।

২০২২ সালের ডিসেম্বরে আদানি গ্রুপ এনডিটিভির প্রায় ৬৫ শতাংশ শেয়ার কিনে নেয়।