আগুনে কেউ হতাহত হননি: আদর পুনেওয়ালা

বিশ্বের অন্যতম বৃহৎ টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারতের সেরাম ইনস্টিটিউটের অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। এ কথা জানিয়ে টুইট করেছেন সেরামের প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনেওয়ালা।


ভারতের পুনেতে সেরামের নির্মাণাধীন একটি ভবনে আজ বৃহস্পতিবার আগুন লাগে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস।


টুইট বার্তায় আদর পুনেওয়ালা বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগের জন্য সবাইকে ধন্যবাদ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কেউ আগুনে হতাহত হননি। যদিও ইতিমধ্যে বেশ কয়েকটি ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে।’

আদর পুনেওয়ালা এর আগে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, ‘আমরা কয়েকজনকে উদ্ধারের চেষ্টা করছি। সেটাই আমাদের অগ্রাধিকার। আমরা পরিস্থিতি বোঝার চেষ্টা করছি। এরপর ক্ষয়ক্ষতির বিষয়গুলো হিসাব করা হবে।’
এদিকে স্থানীয় ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, আগুন নেভাতে ছয়টি ইউনিট কাজ করছে।
পুনে শহরে ১০০ একরের বেশি জায়গাজুড়ে গড়ে তোলা হয়েছে সেরাম ইনস্টিটিউট। উৎপাদন ক্ষমতা বাড়াতে আরও ৯টি ভবন নির্মাণ করা হচ্ছে। এরই একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সেরাম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকা ‘কোভিশিল্ড’ নামে উৎপাদন করছে। ভারতে এই টিকার প্রয়োগও শুরু হয়েছে। ভারত সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে ২০ লাখ ডোজ কোভিশিল্ড বাংলাদেশকে দেওয়া হয়েছে।