আটক চীনা সেনাকে ফিরিয়ে দিল ভারত

লাদাখ সীমান্তে গত জুনে ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়
ফাইল ছবি: রয়টার্স

লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতের অংশে ঢুকে পড়া এক চীনা সেনাকে ফিরিয়ে দিয়েছে ভারত। আজ সোমবার চীনের সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। গত শুক্রবার ওই সেনা ভুলক্রমে ভারতীয় অংশে ঢুকে পড়েছিলেন।

চীনের সামরিক বাহিনীর পত্রিকা পিপলস লিবারেশন আর্মি ডেইলির বরাত দিয়ে এএফপির খবরে বলা হয়, আজ দুপুরে ওই সেনাকে চীনা বাহিনীর কাছে ফেরত দেওয়া হয়। খবরে আরও বলা হয়, ‘অন্ধকার ও দুর্গম এলাকার কারণে তিনি পথ হারিয়েছিলেন।’

পিডিএ ডেইলির খবরে বলা হয়, চীন ও ভারতের মধ্যকার সংশ্লিষ্ট চুক্তি অনুযায়ী ওই সেনাকে হস্তান্তর করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীও পরে বিষয়টি নিশ্চিত করেছে।
গত শুক্রবার ওই সেনা নিখোঁজ হন। বিষয়টি ভারতকে জানানোর পর তারা তাঁকে (সেনা) পাওয়ার বিষয়টি জানায়। চীন তাঁকে দ্রুত ফেরত দেওয়ার আহ্বান জানায়। জবাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশনা পেলেই তাঁকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছিল ভারত।

গত জুন মাসে পূর্ব লাদাখে ভারত-চীন প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর গালওয়ান অঞ্চলে দুই দেশের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। তাতে ভারতের ২০ জন জওয়ান নিহত হন। চীনের তরফেও বহু হতাহত হলেও তারা তা স্বীকার করেনি। সেই থেকে সীমান্তে উত্তেজনা চলছে। গত অক্টোবরেও চীনের এক সেনা ভারতের সেনাবাহিনীর হাতে আটক হয়েছিলেন। পরে তাঁকেও ফেরত পাঠানো হয়।