আসাম সমাবেশের আগে মোদিকে 'আক্রমণ' রাহুলের

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি

কংগ্রেসের ১৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার আসামে একটি জনসভায় যোগ দিতে যাচ্ছেন দলের সাবেক সভাপতি রাহুল গান্ধী। বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) পাসের পর আসামে শুরু হওয়া বিক্ষোভের মধ্যে এটিই তাঁর প্রথম সফর। স্বভাবতই আসামের সমাবেশে অন্যান্য ইস্যুর সঙ্গে প্রাধান্য পাবে নাগরিকত্ব আইন। তবে এই সমাবেশের কয়েক ঘণ্টা আগে ক্ষমতাসীন বিজেপিকে একহাত নিলেন কংগ্রেসের এই নেতা।

আজ সকালে দিল্লিতে কংগ্রেসের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে রাহুল গান্ধী সাংবাদিকদের বলেন, ‘আপনারা আমার টুইট দেখেছেন? আমি নরেন্দ্র মোদির একটি ভিডিও শেয়ার করেছি। ভিডিওতে তিনি বলছেন, এখানে কোনো “বন্দিশিবির” নেই। কিন্তু একই ভিডিওতে আটক শিবির দেখা গেছে। এখন আপনারাই সিদ্ধান্ত নিন কে মিথ্যা বলছে।’

‘আরএসএসের প্রধানমন্ত্রী ভারত মাতাকে মিথ্যা বলছে’ লিখে গত বৃহস্পতিবার একটি টুইট করেন রাহুল। তাঁর সঙ্গে জুড়ে দেন একটি ভিডিও। ওই ভিডিওর প্রথম অংশে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলছেন, আসামে কোনো বন্দিশিবির নেই। ভিডিওর দ্বিতীয় ভাগে দেওয়া হয়েছে একটি গণমাধ্যমের প্রতিবেদনের অংশবিশেষ, যেখানে এক সাংবাদিক বন্দিশিবিরের চিত্র তুলে ধরছেন। এই ভিডিওর সঙ্গে রাহুল হ্যাশট্যাগ ব্যবহার করে লেখেন ‘#ঝুটঝুটঝুট (মিথ্যা, মিথ্যা, মিথ্যা)।

এই টুইটের পরই রাহুলকে পাল্টা আক্রমণ করে ক্ষমতাসীন বিজেপি। তাঁকে আখ্যা দেওয়া হয় ‘মিথ্যার সরদার’ হিসেবে। বিজেপির মুখ্যপাত্র সম্বিত পাত্র এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আজ রাহুল গান্ধী যে ভাষা ব্যবহার করে টুইট করেছেন, তা খুবই আপত্তিকর। আমার মনে হয় রাহুল গান্ধীর কাছ থেকে শালীনতা ও ভালো ভাষা আশা করাই ভুল।’ তিনি আরও বলেন, ‘রাহুল গান্ধী মিথ্যার সরদার। তাঁর দল আসামে তিনটি বন্দিশিবির স্থাপন করেছে।’

এদিকে দলের ১৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ একটি টুইট করেছেন রাহুল গান্ধী। সেখানে তিনি দলের অগ্রযাত্রায় লাখো কংগ্রেস কর্মীর নিঃস্বার্থ অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

আজ ২৮ ডিসেম্বর কংগ্রেসের ১৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিল্লির আকবর রোডে দলের প্রধান কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধী। সেখানে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস নেতা এ কে অ্যান্টনি, মতিলাল ভোরা, আনন্দ শর্মা উপস্থিত ছিলেন। পরে সোনিয়া গান্ধী ও মনমোহন সিং অনুষ্ঠানে উপস্থিত শিশুদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে আজ ভারতজুড়ে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে কংগ্রেস। যে কর্মসূচি থেকে জনগণকে ‘সংবিধান বাঁচাও-ভারত বাঁচাও’ বার্তা দেওয়ার চেষ্টা করবে দলটি। দলের সাবেক সভাপতি রাহুল গান্ধী আসামের গুয়াহাটির সমাবেশে যোগ দেবেন। দলের দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র থাকবেন লক্ষ্ণৌতে, যেখানে সমাবেশের আয়োজন করে উত্তর প্রদেশ কংগ্রেস কমিটি।