উত্তর প্রদেশে উড়াল সেতু ধসে নিহত ১৮

ভারতের উত্তর প্রদেশের বারানসিতে নির্মাণাধীন উড়ালসড়ক ধসে অন্তত ১৮ জন নিহত ও অনেকে আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় নির্মাণাধীন ওই উড়ালসড়ক দু্টি পিলার ভেঙে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে।

এখন পর্যন্ত তিনজনকে ধ্বংসস্তূপের নিচ থেকে বের করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। হতাহতদের অধিকাংশই ওই সেতুর নির্মাণ শ্রমিক বলে জানা যায়। এনডিটিভি বলছে, অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

দুর্ঘটনাস্থলের ৫০ মিটার দূরে অবস্থান করা এক প্রত্যক্ষদর্শী বলছেন, ধ্বংসস্তূপের নিচে চারটি গাড়ি, একটি অটোরিকশা ও একটি মিনিবাস চাপা পড়েছে।

‘উত্তর প্রদেশ স্টেট ব্রিজ করপোরেশন’ ফ্লাইওভারটি নির্মাণ করছিল। সেতু ধসে পড়ার কারণ খুঁজে বের করে ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) পাঁচটি দল উদ্ধার কাজে অংশ নিয়েছে। তাদের সহযোগিতা করছেন স্থানীয় পুলিশ। আটটি ক্রেনের সাহায্যে ধসে পড়া কংক্রিট স্ল্যাব সরানোর কাজ চলছে।