কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ৩ বিজেপি কর্মী নিহত

বিজেপি

ভারতের জম্মু-কাশ্মীরের কুলগামে সন্ত্রাসী হামলায় ৩ বিজেপি নেতা নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ওয়াইকে পোরা এলাকায় গাড়িতে যাচ্ছিলেন তাঁরা। তাঁদের লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা।

ভারতের এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাসে এ নিয়ে একাধিক বিজেপি নেতা সন্ত্রাসী হামলার শিকার হলেন।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার রাতে কুলগাম থানায় খবর আসে, ওয়াইকে পোরা এলাকায় তিন বিজেপি নেতার ওপর হামলা করেছে সন্ত্রাসবাদীরা। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের। সেখানে তাঁদের মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

তিন বিজেপি নেতার নাম ফিদা হুসেন ইয়াট্টুস, উমের রশিদ বেগ ও উমের রমজান হাজাম। হামলার নিন্দা করে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লিখেছেন, তাঁরা জম্মু-কাশ্মীরে দারুণ কাজ করছিলেন। পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আত্মার শান্তি কামনা করছি।

ঘটনার তীব্র নিন্দা করেছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ। টুইট করে লিখেছেন, ‘কুলগাম থেকে ভয়ংকর খবর পেলাম। ৩ বিজেপি নেতার ওপরে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করছি।’