কাশ্মীরের মানবাধিকারকর্মী গ্রেপ্তার

সন্ত্রাসীদের অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কাশ্মীরের বিশিষ্ট মানবাধিকারকর্মী খুররম পারভেজ
ছবি: টুইটার

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের বিশিষ্ট মানবাধিকারকর্মী খুররম পারভেজ গ্রেপ্তার হয়েছেন। দেশটির জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) গতকাল সোমবার তাঁকে গ্রেপ্তার করে। সন্ত্রাসীদের অর্থায়ন নিয়ে একটি মামলায় সংশ্লিষ্টতার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে এনআইএ। খবর ভারতীয় টেলিভিশন এনডিটিভির।

গ্রেপ্তারের আগে এনআইএর কর্মকর্তারা শ্রীনগরে খুররমের বাসভবন ও কার্যালয়ে অভিযান চালান। জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিপিআরএফ) সদস্যরা এনআইএ কর্মকর্তাদের সহায়তা করেন। খুররমের বাসভবন শ্রীনগরের সনোয়ারে এবং তাঁর কার্যালয় শহরের আমির কাদাল এলাকায়।

খুররমের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ) এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, কঠোর সন্ত্রাসবিরোধী আইনের অধীন গ্রেপ্তার কাশ্মীরি মানবাধিকারকর্মীর জামিন পাওয়া প্রায় অসম্ভব।

খুররম মোদি সরকারের কট্টর সমালোচক। তিনি নাগরিক জোট জম্মু ও কাশ্মীর কোয়ালিশন অব সিভিল সোসাইটির অন্যতম সদস্য। এ জোট উপত্যকায় মানবাধিকারের লঙ্ঘন ও ভারতীয় নিরাপত্তা বাহিনীর বলপ্রয়োগের ঘটনাগুলো নিয়ে কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেছিল। এ ছাড়া তিনি মানবাধিকার সংস্থা এশিয়ান ফেডারেশন অ্যাগেইনস্ট ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্স-এর (আফাদ) চেয়ারপারসন। সংস্থাটি কাশ্মীর ও এশিয়ায় গুমের ঘটনা নিয়ে কাজ করে। খুররম পারভেজের গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ দূত ম্যারি লোলা।