গাছের ডালে দুই চিতা মুখোমুখি

ভারতের একটি অভয়াশ্রমে ব্ল্যাক প্যান্থার আর লেপার্ডের মধ্যে এই লড়াইয়ে ঘটনা ঘটেছে
ছবি: টুইটার থেকে নেওয়া

ব্ল্যাক প্যান্থার আর লেপার্ড, দুটো একই গোত্রের প্রাণী। তবে শারীরিক গঠন ও আবাসস্থলের ভিন্নতার কারণে দুইয়ের স্বভাবে রয়েছে স্বাতন্ত্র্য। সচরাচর এ দুই প্রাণীর মধ্যে লড়াই খুব একটা দেখা যায় না। তবে ভারতের একটি অভয়াশ্রমে ব্ল্যাক প্যান্থার ও লেপার্ডের মধ্যে দ্বৈরথের ঘটনা ঘটেছে। এ মুখোমুখি লড়াইয়ের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ছড়িয়েও পড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার ভারতের কর্ণাটক রাজ্যের কাবিনি বন্য প্রাণী অভয়াশ্রমে এ ঘটনা ঘটে। ভারতীয় টেলিকম প্রতিষ্ঠান ইনফোসিসের সহপ্রতিষ্ঠাতা নন্দন নিলেকানি ও তাঁর স্ত্রী রোহিনি অভয়াশ্রম ভ্রমণে গেলে দুর্লভ এ মুহূর্তটির মুখোমুখি হন। পুরো ঘটনাটির ভিডিও ধারণ করেন এ দম্পতি। পরে তা টুইটারে প্রকাশ করেন নন্দন। ওই ভিডিওটিই ভাইরাল হয়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, গাছের ডালে বসে এক অপরের দিকে হিংস্রভাবে তাকিয়ে রয়েছে প্রাণী দুটি। পরে কালো রঙের চিতাবাঘটি ধূসর রঙা লেপার্ডের ওপর আক্রমণ করে। নিজে থেকে আক্রমণ করলেও লড়াইয়ে খুব একটা সুবিধা করতে পারেনি ব্ল্যাক প্যান্থারটি।

ভিডিও আপলোডের পর নন্দন ক্যাপশনে লেখেন, ‘আজ দেখলাম, ৬ মার্চ, কাবিনি বন্য প্রাণী অভয়াশ্রমে—কালো চিতাবাঘ আর তার ছোপ ছোপ দাগযুক্ত মুখওয়ালা শত্রুর দ্বৈরথ!’

টুইটারে আপলোডের পর এখন পর্যন্ত ভিডিওটি প্রায় এক লাখ মানুষ দেখেছেন।

কয়েক শ মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন মন্তব্য লিখেছেন, ‘এ যেন স্বপ্নের দৃশ্য দেখা! মনেই হচ্ছে না এটা বাস্তব...শেয়ার করার জন্য ধন্যবাদ।’

অপর একজন লিখেছেন, ‘বাহ নন্দন! আপনি ভাগ্যবান, আপনি এমন একটি দৃশ্য দেখেছেন। এমন ঘটনা খুব কম ঘটে। তবে এটা সত্যি সত্যিই ঘটেছে। আমি এ ঘটনার ভিডিও দেখতে পেরে ভীষণ রকম শিহরিত।’

ভিডিওটি আপলোডের পাশাপাশি নন্দন একটি স্থিরচিত্রও শেয়ার করেছেন। তাতে কালো চিতাবাঘটিকে আক্রমণের প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে। ছবিটি নন্দনের স্ত্রী রোহিনি তুলেছেন।