গুজরাটে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৮ করোনা রোগীর মৃত্যু

হাসপাতালে আগুন লাগায় রোগীদের সরিয়ে নিচ্ছে উদ্ধারকর্মীরা
ছবি: এএনআই

ভারতের গুজরাটে এক হাসপাতালে আগুন লেগে করোনায় সংক্রমিত অন্তত ১৮ জন রোগীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে গুজরাটের ভরুচ এলাকার একটি হাসপাতালে এ ঘটনা ঘটে। হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি অবস্থায় আগুনে পুড়ে মারা যান এই রোগীরা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, চারতলাবিশিষ্ট ওয়েলফেয়ার হাসপাতালে ৫০ জনের মতো রোগী ভর্তি ছিলেন। গতকাল দিবাগত রাত একটার দিকে হাসপাতালটির কোভিড-১৯ ওয়ার্ডে আগুন লাগে। সে সময় রোগীদের উদ্ধার করে বাইরে নিয়ে আসেন স্থানীয় বাসিন্দা ও অগ্নিনির্বাপণকর্মীরা।

এক পুলিশ কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘আজ শনিবার সকাল সাড়ে ছয়টা পর্যন্ত আমরা ১৮ জন রোগীকে মৃত অবস্থায় পেয়েছি। তবে আগুন লাগার পরপরই ১২ জনের মৃত্যুর খবর জানা যায়। আগুন নিভে যাওয়ার পর বাকি ছয়জনের মৃত্যু সম্পর্কে আমরা নিশ্চিত হই।’

ভরুচ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা রাজেন্দ্র সিনহা সুদাসামা বলেন, আগুন ও ধোঁয়ার কারণে রোগীরা মারা যান। এর মধ্যে ছয়জন কীভাবে মারা গেছেন, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের সময় ওই হাসপাতালেই, নাকি অন্য হাসপাতালে স্থানান্তরের সময় তাঁরা মারা গেছেন, সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বর্তমানে ওই হাসপাতালের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। বেশ কয়েকজন রোগীকে উদ্ধার করে পার্শ্ববর্তী আরেকটি হাসপাতালে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।