ডাল লেক এখন বরফ

ডাল লেকে শিকারায় (নৌকা) জমে থাকা বরফ পরিষ্কার করছেন এক ব্যক্তি। ৪ জানুয়ারিছবি: রয়টার্স

৩০ বছরের মধ্যে গতকাল বৃহস্পতিবার ভারতের কাশ্মীরের শ্রীনগরে ছিল সবচেয়ে ঠান্ডার রাত। গতকাল সেখানকার তাপমাত্রা ছিল হিমাঙ্কের ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে। বরফ হয়ে গেছে সেখানকার বিখ্যাত ডাল লেকের পানি।

এনডিটিভির এক খবরে বলা হয়, ১৯৯১ সালে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল হিমাঙ্কের ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে। আর ১৯৯৫ সালে হয়েছিল হিমাঙ্কের ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে।

আবহাওয়া দপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১৯৮৩ সালে। তা ছিল হিমাঙ্কের ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে।  
শুধু শ্রীনগরই নয়, পুরো উপত্যকাই তুষারপাতে জমে গেছে। তীর্থস্থান হিসেবে পরিচিত পেহেলগামেও গতকাল তাপমাত্রা ছিল হিমাঙ্কের ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসের নিচে। আগের রাতে তা ছিল হিমাঙ্কের ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে।  

বরফ হয়ে যাওয়া ডাল লেকের ওপর পদচারী–সেতু দিয়ে চলাচল করছেন লোকজন। ৬ জানুয়ারি
ছবি: রয়টার্স

পর্যটককেন্দ্র গুলমার্গে সর্বনিম্ন তাপমাত্রা ছিল হিমাঙ্কের ৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে। আগের রাতে তা ছিল আরও তিন ডিগ্রি নিচে।

উপত্যকায় প্রবেশশহর কাজিগুন্দে ছিল সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াস। উত্তর কাশ্মীরে কুপওয়ারাতে তাপমাত্রা ছিল হিমাঙ্কের ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে।

পুরো উপত্যকাতেই পাইপের পানি জমে গেছে। শহরের বিভিন্ন সড়কে বরফের ভারী স্তর পড়েছে। এতে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটছে।

শহরের বিভিন্ন সড়কে বরফের ভারী স্তর পড়েছে। এতে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটছে
ছবি: রয়টার্স

কাশ্মীর এখন ‘চিলাই কালান’–এর কবলে। এখানে শীতকালে সবচেয়ে বেশি ঠান্ডা যখন থাকে, সে সময়ের ৪০ দিনকে চিলাই কালান বলে।