তাজমহল রক্ষায় ব্যর্থ ভারতের সরকার

তাজমহল। ছবি: রয়টার্স
তাজমহল। ছবি: রয়টার্স

তাজমহলের সুরক্ষায় সরকারের ব্যর্থতার সমালোচনা করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। আদালত বলেছেন, কেন্দ্র ও রাজ্য সরকার এই ঐতিহাসিক সমাধিসৌধের সুরক্ষায় পদক্ষেপ নিতে গড়িমসি করেছে। 

সপ্তদশ শতকের এ স্থাপনাটি রক্ষায় এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ মন্তব্য করেন। বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
সারা দুনিয়ার পর্যটকদের কাছেই তাজমহল অন্যতম আকর্ষণীয় স্থান। প্রতিদিন প্রায় ৭০ হাজার মানুষ তাজমহল দেখতে আসে।
এ স্থাপনাটির রং বদলে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে আদালত এ বছরের মে মাসে সরকারকে বিদেশি সাহায্য নেওয়ার নির্দেশনা দিয়েছেন।
আদালত তখন বলেছিলেন, সাদা মার্বেল পাথর ও অন্যান্য উপকরণে তৈরি এ স্থাপনাটির রং সাদা থেকে হলুদ হয়ে গেছে—এখন তা বাদামি ও সবুজ হতে চলেছে।
জনসংখ্যা, অন্যান্য স্থাপনা ও পোকামাকড়ের অত্যাচার এর জন্য দায়ী বলে মনে করা হচ্ছে।
সরকার আদালতকে বলেছে, তাজমহলের ভেতরে ও আশপাশের দূষণ ঠেকাতে কী ব্যবস্থা নেওয়া যায়, তা ঠিক করতে সরকার একটি বিশেষ কমিটি গঠন করেছে।
সরকার এর মধ্যে তাজমহলের আশপাশের কয়েক হাজার কারখানা বন্ধ করেছে। কিন্তু আন্দোলনকারীরা বলেছে, সাদা মার্বেল এখনো তার জৌলুশ হারাচ্ছে।
তাজমহলের পাশের যমুনা নদীর সঙ্গে ময়লার নর্দমার সংযোগের কারণে পোকামাকড় আসছে এবং তাজমহলের দেয়াল নষ্ট করছে।