তৃণমূল ২০২৪ সালের মধ্যে বাংলা থেকে বিদায় হবে, বললেন শুভেন্দু

পশ্চিমবঙ্গে বিজেপির বিধায়ক ও বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী
ছবি: ভাস্কর মুখার্জি

পশ্চিমবঙ্গে বিজেপির বিধায়ক ও বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বললেন, ২০২৪ সালে এই বাংলা থেকে বিদায় হবে তৃণমূল সরকারের। গতকাল কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার আলাদাভাবে অনুষ্ঠিত দুটি জনসভায় এই একই কথা বলেন শুভেন্দু।

ভারতের মহারাষ্ট্রে বিজেপিবিরোধী ক্ষমতাসীন সরকার ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এ নিয়ে এক প্রশ্নের জবাবে শুভেন্দু গতকাল বলেন, পতন শুরু হয়েছে মহারাষ্ট্র থেকে। সেখানেও পতন হবে শিবসেনা-কংগ্রেস-এনসিপির নেতৃত্বাধীন জোট সরকারের। আর আমরাই ২০২৪ সালেই বিসর্জন দেব এই রাজ্যের তৃণমূল সরকারকে। তারপরে পতন হবে ঝাড়খন্ড ও রাজস্থানেও।

বিরোধিদলীয় নেতা শুভেন্দু বলেন, রাজ্যজুড়ে তৃণমূলের অপশাসন, দুর্নীতি, ঘুষ নিয়ে স্কুল কলেজের শিক্ষকদের চাকরির তথ্য ফাঁস হয়ে পড়ায় কোণঠাসা হয়ে পড়েছে তৃণমূল সরকার। এ ছাড়া মাথায় বোঝা হয়ে রয়েছে সারদা, নারদাসহ অন্যান্য চিটফান্ডের আর্থিক কেলেঙ্কারির মামলা। তাই ইতিমধ্যে বহু মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছেন তৃণমূলের ওপর থেকে।

শুভেন্দু অধিকারী সম্প্রতি রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপরই তৃণমূল সরকারের বিদায় নেওয়ার কথা বলতে শুরু করেছেন।

রাজস্থানে ২০২৩ সালে, ঝাড়খন্ডে ২০২৪ সালে এবং পশ্চিমবঙ্গে ভোট হবে বিধানসভার ভোট হবে ২০২৬ সালে। শুভেন্দুর কথা, তত দিন আর অপেক্ষা করতে হবে না।

শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পর তৃণমূল বলেছে, বাংলায় তো ২০২১ সালে বিজেপি যোগ্য জবাব পেয়েছে। বাকিটুকু পেয়ে যাবে ২০২৪ সালে।

তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, শুভেন্দু ঝুলি থেকে বিড়ালটা নিজেই বের করলেন। টাকা দিয়ে কেন্দ্রীয় এজেন্সি লাগিয়ে এভাবেই বিজেপি বিভিন্ন রাজ্যে বিরোধীদের সরকার ফেলার জন্য কলকাঠি নাড়া শুরু করেছে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ আলাদাভাবে গড়া।