দলের চাওয়ামতো কাজ করতে প্রস্তুত: রাহুল

কংগ্রেস নেতা রাহুল গান্ধী
ছবি: রয়টার্স

কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, দলের চাওয়া অনুযায়ী কাজ করতে প্রস্তুত তিনি। গতকাল শনিবার কংগ্রেসের কথিত বিদ্রোহীদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ মন্তব্য করেন রাহুল। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধীর ১০ জনপথ রোডের বাসায় বৈঠকটি হয়। প্রায় পাঁচ ঘণ্টা ধরে বৈঠকটি চলে। বৈঠকে উপস্থিত বিদ্রোহীসহ সবাই রাহুলের মন্তব্যকে স্বাগত জানিয়েছেন। বৈঠকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াংকা গান্ধী ও বিদ্রোহী নেতারা উপস্থিত ছিলেন।

কথিত এই বিদ্রোহীরা দলের নেতৃত্ব ও সাংগঠনিক সমস্যা তুলে ধরে গত আগস্টে সোনিয়া গান্ধীর কাছে চিঠি লিখেছিলেন। চিঠিতে দলের সমস্যা যাচাই করে তার সমাধান দাবি করেন বিদ্রোহীরা। দলে কয়েক মাস ধরে চলা অস্থিরতার প্রেক্ষাপটে গতকাল বিদ্রোহীদের সঙ্গে কংগ্রেস নেতৃত্বের বৈঠক হলো।

বৈঠকে রাহুল বলেন, ‘আপনাদের সবার চাওয়া অনুযায়ী আমি দলের জন্য কাজ করতে ইচ্ছুক।’

কংগ্রেসের নেতারা বলেছেন, বৈঠকে কেউ রাহুল গান্ধীর সমালোচনা করেননি। বরং তাঁকে সমর্থন করেছেন বিদ্রোহীরা।

গতকালের বৈঠকে রাহুলের মন্তব্য ও অন্যদের ইতিবাচক প্রতিক্রিয়ার পর এই আলোচনা জোরদার হয়েছে যে, ৫০ বছর বয়সী রাহুল আবার কংগ্রেসের সভাপতির পদে ফিরছেন। কংগ্রেস নতুন বছরে দলীয় প্রধান নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

রাহুল দলের সভাপতি পদে ফিরছেন কি না, এ বিষয়ে প্রশ্নের জবাবে জ্যেষ্ঠ কংগ্রেস নেতা পবন বনসল বলেন, কংগ্রেসের সভাপতি নির্বাচনের প্রক্রিয়া চলছে।

গত শুক্রবার কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, কংগ্রেসের ৯৯ দশমিক ৯ শতাংশ নেতা চান রাহুল গান্ধী আবার দলকে নেতৃত্ব দিন। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত তাঁরই।

গত বছর অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর দলের সভাপতির পদ ছাড়েন রাহুল। এ অবস্থায় নতুন সভাপতি নির্বাচনের আগপর্যন্ত সোনিয়া অন্তর্বর্তী প্রধানের দায়িত্ব নেন।