দাওয়াত ছাড়াই বিয়েতে আসবে পুলিশ, মাস্কহীনদের জরিমানা

প্রতীকী ছবি
ছবি : এএফপি

দাওয়াত না দিলেও এখন থেকে ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে বিয়ের অনুষ্ঠানে হাজির হবে পুলিশ। তবে বিয়ে খেতে নয়, মাস্কহীনদের ধরবে তারা। করবে জরিমানা। আজ মঙ্গলবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, এ বিষয়ে গুরুগ্রাম পুলিশের কমিশনার কে কে রাও একটি আদেশ জারি করেছেন।

গুরুগ্রাম পুলিশ কমিশনারের আদেশ অনুযায়ী, নিমন্ত্রণ ছাড়াই শহরের যেকোনো বিয়ের অনুষ্ঠানে যেতে পারবে পুলিশ। তারা সেখানে মাস্কহীন ব্যক্তিদের জরিমানা করতে পারবে।

আদেশে বলা হয়, বিয়ের অনুষ্ঠানে আসা অতিথিদের ওপর পুলিশ নজর রাখবে। অতিথিরা মাস্ক পরে আছেন কি না, তা দেখবে।

করোনার বিস্তার রোধে বিয়ের অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য বিধিনিষেধ অনুসরণ করতে অতিথিদের আহ্বান জানাবে গুরুগ্রাম পুলিশ।

হরিয়ানা রাজ্যে করোনার সংক্রমণ বাড়ার পরিপ্রেক্ষিতে এমন পদক্ষেপ নেওয়া হলো।
হরিয়ানা রাজ্যের অন্যতম করোনা সংক্রমিত এলাকা গুরুগ্রাম।

গতকাল সোমবার হরিয়ানা রাজ্যে নতুন করে ২ হাজার ৬৬৩ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে রাজ্যে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৯৬৩। রাজ্য গতকাল করোনায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। মোট মারা গেছেন ২ হাজার ২১৬ জন।