দিল্লি যাওয়ার পথে ৪ রোহিঙ্গা গ্রেপ্তার

গ্রেপ্তার
গ্রেপ্তার

বাংলাদেশ থেকে ত্রিপুরা হয়ে দিল্লি যাওয়ার পথে চার রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার পশ্চিমবঙ্গ থেকে রেলওয়ে পুলিশ ফোর্স (আরপিএফ) তাঁদের গ্রেপ্তার করে।

এই চার রোহিঙ্গা বাংলাদেশ থেকে অবৈধভাবে ত্রিপুরা সীমান্ত পার হয়ে রাজধানী আগরতলা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে করে দিল্লি যাচ্ছিলেন। তাঁদের উদ্দেশ্য ছিল দিল্লিতে অবস্থানকারী অন্য রোহিঙ্গাদের সঙ্গে কাজ করা।

গ্রেপ্তার চার রোহিঙ্গা হলেন মো. রফিক (৩৯), তাঁর স্ত্রী আনোয়ারা বেগম (৩২), দিলবর বেগম (৩৩) ও ইয়াসমিন আরা (২৬)। তাঁদের বাড়ি মিয়ানমারের শাহবাজারে।

এই চার রোহিঙ্গা ২৪ জুলাই বাংলাদেশের কুতুপালং শরণার্থীশিবির থেকে অবৈধ পথে কুমিল্লা আসেন। সেখান থেকে ত্রিপুরা-আখাউড়া সীমান্ত পার হয়ে আগরতলায় পৌঁছান। তারপর গতকাল আগরতলা থেকে দিল্লি যাওয়ার জন্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে ওঠেন। এই ট্রেন থেকে নিউ জলপাইগুড়ি বা এনজেপি স্টেশনে নেমে সেখান থেকে দিল্লিগামী ট্রেনে দিল্লিতে যাওয়ার কথা ছিল তাঁদের।

গতকাল ট্রেনটি স্টেশনে দাঁড়ালে তাঁরা নিউ জলপাইগুড়ি স্টেশন ভেবে ভুলবশত নেমে পড়েন জলপাইগুড়ি রোড স্টেশনে। সেখানে নেমে উদভ্রান্তের মতো ঘুরতে থাকলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়।

এরপর আরপিএফকে খবর দিলে তারা ওই চার রোহিঙ্গাকে গ্রেপ্তার করে। পুলিশের কাছে তাঁরা নিজেদের রোহিঙ্গা শরণার্থী বলে পরিচয় দিয়ে দিল্লি যাওয়ার কথা বলেন।

তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বিদেশি আইনে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা তাঁদের কাছে জাতিসংঘের শরণার্থী কার্ড রয়েছে বলে জানিয়েছেন। সেই কার্ডের মেয়াদ অবশ্য গত ৭ জুন শেষ হয়েছে। ২০১৭ সালে তাঁরা অন্য রোহিঙ্গাদের সঙ্গে ইয়াঙ্গুন হয়ে বাংলাদেশের কক্সবাজারে পৌঁছান। পরবর্তী সময়ে তাঁরা কুমিল্লায় চলে আসেন।