ধর্ষণের শিকার হয়ে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেবে মহারাষ্ট্র সরকার

ধর্ষণ
প্রতীকী ছবি

মুম্বাইয়ের সাকিনাকা এলাকায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া এক নারীর পরিবারকে ২০ লাখ রুপি ক্ষতিপূরণ দেবে মহারাষ্ট্র সরকার। মুম্বাইয়ের ঘাটকোপরের রাজাবাড়ি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার তাঁর মৃত্যু হয়। ধর্ষণের পর তাঁর গোপনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেওয়া হয়েছিল।

মুম্বাই পুলিশ কমিশনার হেমন্ত নাগরালে জানিয়েছেন, এই মামলায় অভিযুক্ত মোহনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। আর পাশাপাশি এই মামলায় এসসি-এসটি অ্যাট্রোসিটি অ্যাক্ট জারি করা হয়েছে। ধর্ষণ ও নির্যাতনের ঘটনাটি সিসিটিভি ফুটেজে পাওয়া গেছে। সেই সূত্র ধরে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হেমন্ত নাগরালে জানিয়েছেন, ধর্ষণের শিকার ওই ৩০ বছর বয়সী নারী এক বিশিষ্ট সমাজের হওয়ায় এসসি-এসটি অ্যাট্রোসিটি অ্যাক্ট জারি করা হয়েছে। গ্রেপ্তার মোহনকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখা হবে। মোহন অপরাধ স্বীকার করেছেন। তাঁর কাছ থেকে অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

পুলিশ কমিশনার জানিয়েছেন, ওই নারীর সারা শরীরে আঘাতের একাধিক চিহ্ন ছিল। আর প্রাথমিকভাবে এটাই মৃত্যুর কারণ বলে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সব সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করেছে। এখন মুম্বাই পুলিশ ডিএনএ রিপোর্টের অপেক্ষায় আছে। অভিযোগপত্র জমা দেওয়ার প্রসঙ্গে হেমন্ত নাগরালে জানিয়েছেন, এক মাসের মধ্যে তাঁরা অভিযোগপত্র দাখিল করবেন।