নতুন সেনাপ্রধান পাচ্ছে ভারত

লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারাভান। ছবি: সংগৃহীত
লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারাভান। ছবি: সংগৃহীত

নতুন সেনাপ্রধান পেতে যাচ্ছে ভারত। লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারাভান দেশটির পরবর্তী সেনাপ্রধান হতে যাচ্ছেন। গতকাল সোমবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

মনোজ মুকুন্দ ভারতীয় সেনাবাহিনীর বর্তমান উপপ্রধান। তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতের স্থলাভিষিক্ত হবেন।

তিন বছর সেনাপ্রধান দায়িত্ব পালন শেষে ৩১ ডিসেম্বর অবসরে যাবেন বিপিন রাওয়াত।

অবসরে যাওয়ার পর বিপিন রাওয়াত ভারতের প্রতিরক্ষাপ্রধান হিসেবে নিয়োগ পেতে পারেন। তেমনটা হলে তিনি হবেন দেশটির প্রথম প্রতিরক্ষাপ্রধান।

সেনাপ্রধানের দায়িত্ব পেতে যাওয়া মনোজ মুকুন্দ গত সেপ্টেম্বরে ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান হন। এই দায়িত্ব গ্রহণের আগে তিনি ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডারের প্রধান ছিলেন। চীনের সঙ্গে ভারতের প্রায় ৪ হাজার কিলোমিটার সীমান্ত দেখভাল করে ইস্টার্ন কমান্ড।

১৯৮০ সালের জুনে শিখ লাইট ইনফ্যান্ট্রি রেজিমেন্টে (সপ্তম ব্যাটালিয়ন) কমিশন্ড অফিসার হিসেবে যোগ দেন মনোজ মুকুন্দ। প্রায় চার দশকের সামরিক চাকরিজীবনে গুরুত্বপূর্ণ অনেক পদে ছিলেন তিনি। পেয়েছেন পদকও।