নারীদের ওপরই আস্থা রাখতে চাইছে কংগ্রেস

প্রিয়াঙ্কা গান্ধী
রয়টার্স ফাইল

ভারতের উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনে নারীদের ওপরই ভরসা করছে কংগ্রেস। আজ মঙ্গলবার উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌয়ে প্রদেশ কংগ্রেস সদর দপ্তরে সংবাদ সম্মেলন ডেকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।

প্রিয়াঙ্কা বলেন, ‘আমার ক্ষমতা থাকলে ৫০ শতাংশ আসন নারীদের জন্য সংরক্ষণ করতাম। কিন্তু তা হচ্ছে না। ৪০ শতাংশ টিকিট নারীদের দেওয়া হবে।’ তিনি জানান, নির্বাচনে লড়তে ইচ্ছুক নারীদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে টিকিটের জন্য আবেদন করতে হবে। প্রার্থী মনোনয়ন করা হবে যোগ্যতার ভিত্তিতে। এই সিদ্ধান্ত সেই নারীদের জন্য, যাঁরা প্রকৃত পরিবর্তন চান।

বেশ কিছুদিন ধরে প্রিয়াঙ্কা নিয়মিত লক্ষ্ণৌ ও এলাহাবাদ যাতায়াত করছেন। রাজ্য ঘুরে ঘুরে সাংগঠনিক শক্তি বাড়ানোর চেষ্টায় আছেন। কেন হঠাৎ নারী শক্তির প্রতি আস্থা জানতে চাওয়া হলে তিনি বলেন, উত্তর প্রদেশের প্রত্যেক নারীই পরিবর্তন চান। সেই সঙ্গে চান ন্যায়বিচার এবং বিভিন্ন ধরনের অত্যাচার ও বৈষম্যের অবসান।

প্রিয়াঙ্কা বলেন, নারীরা নিজের পরিবারের জন্য যেমন চিন্তিত, পরিবারের সচ্ছলতার জন্য যতটা উন্মুখ, ততটাই তাঁরা রাজ্যের জন্যও চিন্তিত। সাম্প্রতিক সময়ে রাজ্যের যেসব জায়গায় নারীরা আক্রমণের শিকার হয়েছেন, সেসব জায়গায় সফর করেছেন তিনি। প্রিয়াঙ্কা বলেন, উত্তর প্রদেশে একের পর এক সরকার এসেছে, কিন্তু নারী উন্নয়নে কেউ সচেষ্ট হয়নি। নারীদের উদ্দেশে তাঁর আবেদন, ‘পরিবর্তন চাইলে আপনাদের সরব হতে হবে। এগিয়ে আসতে হবে। কেউ আপনার ভাগ্য পরিবর্তনে এগোবে না। আপনাকেই এগোতে হবে। সবাই অত্যাচারমুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতি দেবে অথচ কেউ কাজের কাজ করবে না। তাই নারীদেরই নিজেদের মঙ্গলের দায়িত্ব হাতে নিতে হবে।’

প্রিয়াঙ্কা গান্ধী বলেন, আপাতত ৪০ শতাংশ আসন নারীদের জন্য বরাদ্দ হলেও আগামী দিনে ৫০ শতাংশ সংরক্ষণের চেষ্টা করা হবে।

ভারতের উত্তর প্রদেশের রাজনীতি বরাবরই জাতভিত্তিক। তবে জাতপাতের চেনা পথে না হেঁটে কংগ্রেস সচেতনভাবেই সব জাতের নারীদের ওপর আস্থা রাখতে চাইছে এবার। রাজ্য কংগ্রেসের দলীয় সূত্রে আভাস পাওয়া গেছে, ক্ষমতায় এলে প্রিয়াঙ্কাই হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী।