পশ্চিমবঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফল আগের ফলের ভিত্তিতে

মাধ্যমিক শিক্ষা বোর্ড
ছবি: প্রথম আলো

করোনা পরিস্থিতির কারণে পশ্চিমবঙ্গের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল হবে আগের পরীক্ষার ফলাফলের নিরিখে। আজ শুক্রবার বিকেলে পশ্চিমবঙ্গের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয় আগামী জুলাই মাসে এই রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।

তবে এই ফলাফলে কেউ সন্তুষ্ট না হলে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের পরীক্ষা নেওয়া হবে। আর সেই পরীক্ষার ফলাফল চূড়ান্ত ফলাফল হিসেবে বিবেচিত হবে।

এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাপতি মহুয়া দাস এবং মাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সম্মেলনে জানানো হয়, মাধ্যমিক পরীক্ষায় নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণির পরীক্ষার অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে নম্বর দেওয়া হবে।

পাশাপাশি উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল মূল্যায়ন করে চূড়ান্ত মার্কশিট দেওয়া হবে।

উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড
ছবি: প্রথম আলো

এই ঘোষণা দেওয়ার আগে রাজ্য সরকার এই পরীক্ষা হবে কি হবে না, এই প্রশ্নে সিদ্ধান্ত নিতে ৬ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে। সেই কমিটি পরীক্ষা না নেওয়ার সুপারিশ করে। এরপর রাজ্য সরকার সাধারণ মানুষের কাছ থেকে ই-মেইলে তাঁদের মতামত নেয়। ৩৪ হাজার মানুষ সেই আবেদনে সাড়া দেন। তবে ৭৯ শতাংশ মানুষ পরীক্ষা বাতিলের পক্ষে মতামত জানান।

এরপরই রাজ্য সরকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিলের ঘোষণা দেয়।
এবার এই রাজ্যে ১২ লাখ মাধ্যমিক পরীক্ষার্থী ও ৯ লাখ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী রয়েছেন।